মহালছড়িবাসী কতৃক গামারীঢালা বন বিহারে সংঘদান,অষ্টপরিষ্কার দানসহ বিবিধ দান।

0
0

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া, রামেসু পাড়া,সমিল পাড়া ও মাষ্টার পাড়াবাসী কতৃক খাগড়াছড়ি জেলাধীন গামারীঢালা বন বিহারে পিন্ড দান সহ বিবিধ দান করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর(শুক্রবার) সকাল ১০ টায় এই পূণ্যানুষ্টান করা হয়। মিলন কান্তি চাকমা কতৃক ত্রিশরণ ও পঞ্চশীল প্রাথর্ণার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।পঞ্চশীল প্রদান করেন গামারীঢালা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপাল মহাথেরো।

এই অনুষ্ঠানে পিন্ড দান,সংঘ দান, অষ্টপরিষ্কার দান,বুদ্ধ মূর্তি দান,হাজার বার্তি দান সহ বিবিধ দান করা হয়। অনুষ্ঠানে ভদন্ত বোধিপাল মহাথেরো তার দেশনায় বনভান্তের বিভিন্ন দেশনার স্মৃতিসারণ করেন। এছাড়াও তিনি সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে পাপ কাজ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষে জগতের সকল প্রাণির মঙ্গলার্থে বিশেষ প্রার্থনা করা হয়।

মিল্টন চাকমা কলিন,মহালছড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here