বেনাপোল স্থল বন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি: দর বেড়েছে স্থানীয় বাজারে

0
0

 

নিজেদের বাজার সামাল দিতে ভারত রপ্তানিকৃত পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় বাংলাদেশে আমদানিতে ধ্বস নেমেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। লাগাতর মূল্য বৃদ্ধির কারণে এরই মধ্যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে অর্ধেকেরও বেশি। আর এ কারণে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা।
গেল ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটন ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য ছিল ৪০৫ থেকে ৪১৫ ডলারের মধ্যে। কোন রকম সংকেত ছাড়াই ১০ সেপ্টেম্বর থেকে ওই মূল্য বাড়তে বাড়তে গত বৃহস্পতিবার পর্যন্ত তা দাঁড়িয়েছে ৮৫৫ ডলারে। আমদানি মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে বেনাপোল বন্দর ব্যবহারকারী আমদানিকারকরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছেন। তারা বলছেন, এতো মূল্য দিয়ে পেঁয়াজ আমদানি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে তারা বিক্রি করতে পারছেন না। মূল্য বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছেন তারা। এেিদক, আমদানি কম হওয়ায় স্থানীয় বাজারে প্রতিদিন সকাল-বিকাল বাড়ছে পেঁয়াজের দাম। স্থানীয় আড়ৎদাররা বলছেন, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ব্যবসা করতে পারছেন না তারা। স্থানীয় বাজারে গেল এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজে দাম বেড়েছে অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ টাকা। আগে ৪৫ টাকার পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। এতে পেঁয়াজের বিক্রি কমেছে।
এদিকে পেয়াজ আমদানি কারক খুলনার হামিদ ইন্টারপ্রাইজের জনি ইসলাম,জানান,নাসিকে বন্যা এবং বৃষ্টি হওয়ার কারণে ভারতে মালের দাম বৃদ্ধি হওয়ায়। বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী কমে গেছে।
বেনাপোল কাস্টম হউজের সহকানি কমিশনার উত্তম চাকমা জানান,বেনাপোল বন্দর দিয়ে যে পিয়াজ আমদানী হয় তা গড়ে প্রতিদিন ৭০-৮০ টন, সেই হিসাবে আমরা একটা হিসাব করে দেখেছি ১৫ দিনে ৫০০ মেট্রিক টনের অধিক পিয়াজ আমদানী হয় বেনাপোল বন্দর দিয়ে। পঁচনশীল পন্য বিশেষ করে পিয়াজ আমরা দ্রুত খালাসের ব্যবস্থা করে থাকি।
দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে-এমনটাই প্রত্যাশা আমদানিকারক, বিক্রেতা ও ভোক্তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here