গাজীপুরে জৈব বালাইনাশক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ॥

গাজীপুরে “ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. হাবিবুর রহমান শেখ, সাবেক পরিচালক ড. সৈয়দ নূরুল আলম ও ড. মদন গোপাল সাহা, পূবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কাইয়ুম খানসহ বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এ অনুষ্ঠান পরিচালনা করেন। জৈব বালাইনাশক ভিত্তিক বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা গাজীপুরের পূবাইল আদর্শ কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের মানুষকে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবারের নিশ্চয়তার কথা বলা হয়েছে। সরকারের সেই লক্ষ্য অর্জনে বারি’র বিজ্ঞানীরা কাজ করে চলেছে। নিরাপদ খাদ্য এখন মানুষের অধিকার। ফসলে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করলে তা জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে। এজন্য আমাদের জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। এতে আমরা যেমন নিরাপদ থাকবো তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যঝুকি কমে আসবে। আমি আশা করি এখানে উপস্থিত শিক্ষকরা আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং তা শিক্ষার্থীসহ সকলের কাছে পৌছে দেবেন।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here