রোহিঙ্গা ইস্যুতে নিউইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠক, মধ্যস্থতায় চীন

0
25

আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রোহিঙ্গা ইস্যুতে নিউইয়র্কে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যস্থতায় থাকবে চীন। বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হবে।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা সংকট তুলে ধরে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here