আজই নির্ধারণ হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব!

0
0

আজই নির্ধারণ হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব!, এ উদ্দেশ্যেই জরুরি ভিত্তিতে কাউন্সিলদের ঢাকায় জড়ো করা হয়েছে বলে একাধিক সূত্র জানায়। মঙ্গলবার ঢাকায় অবস্থানরত ছাত্রদলের কাউন্সিলরা সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংগঠনের অভিভাবক ঘোষণা করে। অভিভাবকের দায়িত্ব পাওয়ার পর ছাত্রদলের কাউন্সিলদের সঙ্গে আলোচনা করতেই তাদেরকে ঢাকা থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সিলদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদেরকে ঢাকায় থাকতে বলা হয়েছে এ নিদের্শনা পেয়েছেন তারা। কি কারণে কোন উদ্দেশ্যে থাকতে বলা হয়েছে এবিষয়ে বিস্তারিত জানেন না তারা। কোথায় তাদের সঙ্গে তারেক রহমান কথা বলবেন তা জানানো হয়নি। এক ঘণ্টা আগে কাউন্সিলদের জানানো হবে স্থান।

জানা গেছে, পুলিশী ঝামেলা এড়াতে কাউন্সিলরা কেউ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন না। কীভাবে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে দলের দায়িত্বশীল নেতারা বুধবার বিকেলে বৈঠকে বসেছেন। এরপর আসতে পারে নিদের্শনা।

সূত্র জানায়, ইতিমধ্যে কাউন্সিলের সঙ্গে জড়িত বিএনপির নেতারা তাদেরকে প্রত্যাহার করে নিয়েছেন। ছাত্রদলের অভিভাবক হিসেবে কেবল মাত্র তারেক রহমান তাদের সঙ্গে কথা বলবেন কমিটি নিয়ে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে আজই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন বা সিলেকশন করা হবে। তারেক রহমান স্ক্রাইপিতে লন্ডন থেকে কাউন্সিলদের সঙ্গে কথা বলবেন। পরবর্তীতে ব্যালেট অথবা মৌখিক সর্মথনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, ছাত্রদলের কাউন্সিলের প্রস্তুতি কমিটিগুলো থেকে আমরা সরে দাঁড়িয়েছি। এখন ছাত্রদলই নির্ধারণ করবে কীভাবে তারা কমিটি করবে। এর বেশি কোনো কথা বলতে চাননি এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here