সড়ক ও ফুটপাত মুক্ত করতে ডিএনসিসির অভিযান শুরু ২২ সেপ্টেম্বর

0
0

সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনার দখল উচ্ছেদে করতে ২২ সেপ্টেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিটি করপোরেশন কার্যালয়ে এক বৈঠকে উত্তরের মেয়র আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা শহরে সুন্দর রাস্তা ও ফুটপাত করছি আর তা নিয়ে ব্যবসা হচ্ছে। সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে বদ্ধ পরিকর আমরা। কোনও ব্লেমগেম চলবে না। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, ফুটপাত দখলমুক্ত করে সুন্দর করার। ফুটপাত দখলদারদের উদ্দেশে মেয়র বলেন, অবৈধ স্থাপনা আপনারা নিজেরা সরিয়ে ফেলুন। ফুটপাত জনগণের। তাদের হাঁটতে দিন।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (ফারুক), ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here