যশোর অফিস
আজ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১০ম হত্যা বার্ষিকি। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বসে থাকাবস্থায় খুন হন উপজেলা আওয়ামীলীগের সাবেক এই জনপ্রিয় নেতা। টুটুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পরবর্তীতে সভাপতি,যশোর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
কিন্তু বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি হলেও প্রয়াত এই নেতার স্মরনে চোখে পড়ার মতো নেই কোনো রাজনৈতিক কর্মকান্ড। এ ব্যাপারে জানতে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১ নং ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরিকে ফোন করা হলে তিনি বলেন আমি আজ রাতেই সকলের সাথে কথা বলবো। আগামীকাল তার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার ঘনিষ্ট সহচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়াকে ফোন করা হলে তিনি বলেন,বিষয়টা আমাদের মনে আছে। আমরা ঢাকাতে আছি। সোমবার সকালে রওনা হবো ইনশাল্লাহ”। নৌকা প্রতিকে নির্বাচীত বর্তমান চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোঃ মোস্তানিছুর রহমান জানান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরির সাথে আমার ফোনে কথা হয়েছে। উনি বলেছেন তিনি সোমবার ঢাকা থেকে ফিরে এসে শোক সভা করবেন”। এক সময়ের প্রয়াত এই নেতার কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন চৌগাছা পৌরসভার নৌকা প্রতিকে নির্বাচীত বর্তমান পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন.শুধু রাজনৈতিকভাবে নয় তিনি আমার খালাত দুলাভাই। তার মৃত্যু বার্ষিকি উপলক্ষে কোনো শোকসভা বা কোন দোয়া মাহফিলের মতো কোনো অনুষ্ঠান কেউ করছে বলে আমার জানা নেই। প্রসঙ্গত গতকাল পর্যন্ত এই নেতার স্মরনে কোন শোকসভা বা দোয়া মাহফিলের আয়োজনের কোনো ব্যস্ততা দলীয় নেতা কর্মীদের দৃষ্ঠিগোচর না হওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ আপসোস করে বলেছেন,শুধুমাত্র নির্বাচনের সময় জয়লাভ করার জন্য খুন হওয়া নেতাদেরকে ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে তাদেরকে কেউ মনে রাখেনা।
উল্লেখ্য ইমামুল হাসান টুটুল খুনের পরে তার স্ত্রী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি বলেন, টুটুল হত্যার ঘটনায় চৌগাছা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছিল। তিনি আরো বলেন,আমি মামলা করার দশ মিনিটের মধ্যে যুবলীগের তৎকালিন সাধারন সম্পাদক দেবাশীষ মিশ্র জয়কে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জয় উপজেলা পরিষদের দু’দুবারের নির্বাচীত ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহŸায়ক। মামলা তদন্ত শেষে জয়সহ বেশ কয়েকজনের নামে চার্জশীট প্রদান করে পুলিশ। লাকি বলেন,“ যাদেরকে আসামী করে চার্জশীট দিয়েছে,তারা দোষী না হলে তাদের নামে পুলিশ কেনো চার্জশীট দেবে? তিনি আরো বলেন, আগামীতে আমার স্বাক্ষী আছে। আমি স্বাক্ষী দেবো। এবং আমি প্রকৃত বিচার চাই। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।