পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ইপিজেডের ৩০ নারী শ্রমিক আহত

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইপিজেডের ৩০ নারী শ্রমিক গুরুত্বর ভাবে আহত হয়েছেন। শনিবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে ডিগ্রিপাড়া নামক স্থানেই এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, আহতরা সবাই জেলার ঈশ্বরদী ইপিজেডে কর্মরত বিভিন্ন কোম্পানির নারী শ্রমিক। দু’জন নারী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন; পাবনার আটঘরিয়া উপজেলার আছমা (২৭), স্বপ্না (২৫), সোহাগী (১৮), শারমিন (২৩), রুমা (২৫), লাইলি (৩০), দিলরুবা (২২), লতিফা (২৪), জবা (৩০), রূপালী (২১), রহিমা (৩৫), নাজমা (২৬), রিমা (১৮), আম্বিয়া (৩০), বিলকিস (৩২), আছমা (৩৩), জাহানারা (১৯), নীলা (২৭), শিল্পী (২৭), ফরিদা (২৮), চম্পা (২৭), মলিনা (২৫), পায়েল (২৪), নাঈমা (১৭), রোজিনা (২২), মুঞ্জরি (২৮), নীলুফা (৩০), রোজিনা-২ (২৫), সালমা (৩৫), জরিনা (৩৮)।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার থেকে আসা লিটন-রিপন পরিবহনে ঈশ্বরদী ইপিজেড এলাকায় ৪৮ নারী শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন। যাত্রীবাহী বাসটি কালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে দাঁিড়য়ে দিয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা সোহানী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন-রিপন পরিবহনে থাকা ৪৮ নারী শ্রমিকের মধ্যে ৩০ জন গুরুত্বর ভাবে আহত হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের রক্তাক্ত ও গুরুত্বর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহীতে পাঠানো হয়েছে। পুলিশ সোহানী পরিবহন বাসটি আটক করেছে।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here