সাতরাস্তায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

0
0

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সেসময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়। সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে। তিনি আরও জানান, অবরোধের ফলে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here