গাজীপুরে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ২জন আটক ॥

৬ হাজার পিস ইয়াবা ও ৮৭ সহস্্রাধিক টাকা উদ্ধার ॥

গাজীপুরে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুইজনকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ ৮৭ সহ¯্রাধিক টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে মোঃ রাসেল হোসেন (২২) এবং চট্রগ্রামের সাতকানিয়া থানাধীন জয়নগর মধ্য মাদ্রাসা এলাকার মোঃ আবুল বাশার সিকদারের ছেলে মোঃ জহির উদ্দিন (৩১)।

র‌্যাব-১এর ওই কর্মকর্তা জানান, টেকনাফ থেকে চট্রগ্রাম হয়ে মাদকের একটি বড় চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী গাজীপুরের হ দিকে আসছে। এ গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে র‌্যাব-১’র সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের রমজান আলী মার্কেটের সামনে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ওই দুইজন রাসেল ও জহির উদ্দিনকে আটক করে। এসময় আটককৃতের কাছ থেকে জিপার ব্যাগে ভর্তি ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮৭ হাজার ১৬০ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব’র কর্মকর্তা আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক চক্রের অন্যতম সদস্য চট্রগ্রামের সাতকানিয়া এলাকার এক মাদক ব্যবসায়ীর মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা টেকনাফ দিয়ে মায়ানমার হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান আমদানী করে। পরে তারা মাদকের চালান বিভিন্ন কৌশলে রাজধানী ঢাকাসহ আশপাশে এলাকায় নিয়ে এনে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তিনি জানান, আটককৃতদের মধ্যে জহির ৬ বছর ওমানে কর্মরত ছিল। সে গত আগস্ট মাসে ওমান হতে দেশে ফিরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়ে। সে চট্রগ্রামের জনৈক মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকের চালান সংগ্রহ করে নিয়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা সমূহে সরবরাহ করত। এজন্য চালানপ্রতি তাকে দশ হাজার টাকা করে দেওয়া হয় বলে র‌্যাবকে জানিয়েছে ধৃত আসামী জহির। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here