গফরগাঁওয়ে জ্যামিতিক হারে বাড়ছে ক্রিকেট খেলা নিয়ে জুয়া

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় জ্যামিতিক হারে বাড়ছে ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলা। দিন দিন বেড়েই চলছে সর্বনাশা এ খেলার খেলোয়ারের সংখ্যা । এ ছাড়াও স্মার্টফোন ব্যবহার করে অনলাইনেও ক্রিকেট নিয়ে জুয়া খেলার তথ্য পাওয়াগেছে। অনলাইনে টাকার অংকে নয়, ডলারে হয় লেনদেন। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখাগেছে ক্রিকেট নিয়ে অধিকাংশ জুয়া খেলা হয় গ্রাম গঞ্জের টেলিভিশন থাকা চায়ের দোকানে। প্রতিটি ক্রিকেট ম্যাচ চলাকালে টেলিভিশনের সামনে বসে ম্যাচপ্রতি, ওভারপ্রতি বা বল প্রতি বাজি ধরছেন বা জুয়া খেলছেন জুয়াড়িরা। বাজির বা জুয়া খেলার টাকা নিয়ে জুয়াড়িদের মধ্য মারামারি ঘটনাও ঘটছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ক্রিকেট ম্যাচ, বা ওভার নিয়ে টেলিভিশনের সামনে বসে যারা জুয়া খেলছেন তাদের মধ্যে অধিকাংশই, নেশাখোর, রাজমিস্ত্রি, রিকসা চালক, ভ্যানগাড়ি চালক, মুদি দোকানদার। উপজেলার রৌহা গ্রামে প্রদিপ মার্কেটে চায়ের দোকানে স্থানীয় শাহিন, মানিক, মাহবুব সহ অনেকেই জড়িয়ে পড়েছেন সর্বনাশা এ খেলায়। তারা অর্থনৈতীক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এদের মধ্য অনেকেই নিজের ক্যাশ পুজি হেরে ৪ খেকে ৫ লাখ টাকা ধার দেনা করেছেন। কারও কারও আবার বাড়ি ভিটে টুকু নেই।

উপজেলার চরআলগী ইউনিয়নের মীড়া পাড়া এলাকায় ইয়াবা ব্যবসায়ী মাহবুব, পিয়াসের নেতৃত্বে গড়ে উঠেছে জুয়া খেলার ভয়ঙ্কর টিম। এ টিমের সাবাই ইয়াবা সেবন বিক্রিসহ জড়িয়ে পড়েছেন ক্রিকেট নিয়ে জুয়া খেলায়। চুরি, ডাকাতি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছেন জুয়ারীরা। এ ছাড়াও উপজেলার পেীরসভার ২নং ওয়ার্ড নামা এলাকাসহ উপজেলার সালটিয়া, পাগলা টাঙ্গাব, যশরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে ক্রিকেট নিয়ে জুয়া খেলা। জুয়াড়িদের মূল আড্ডা টেলিভিশন আছে এমন চায়ের দোকানে। এ খেলায় একটি বড় অংশ শ্রমিক , দিনমজুর ও খুদে ব্যবসায়ী। তারা রোজগারের পুরোটাই জুয়া খেলার হারেন। এমনকি টাকা ধার করে, সুদে টাকা নিয়ে তারা জুয়া খেলছেন তারা।

সাংবাদিক পরিচয় গোপন রেখে জুয়াড়ীদের সাথে কথা বলে জানা যায় তাদের মধ্য অনেকেই অনলাইনে ডলারের অংকে জুয়া খেলছেন। অনলাইিন জয়া খেলাতে কোনো ঝুঁকি নেই বলেও জানান তারা। অনলাইন ওয়েবসাইট ‘বেট ৩৬৫’-এ একটি একাউন্টের মাধ্যমে চলে অনলাইনে জুয়া খেলা। একটি চক্র রয়েছে, যারা টাকার বিনিময়ে এই একাউন্ট খোলা এবং তা কীভাবে ব্যবহার করতে হয়, তা শিখিয়ে দিচ্ছেন। এক ডলার সমান ৮০, ৮৫ টাকা। দলের জয়, পরাজয়ের ওপর এক ডলারের বিপরীতে আট থেকে দশ ডলার পর্যন্ত) পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here