কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

0
0

ইরাকের কারবালা শহরে মঙ্গলবার দুপুরে আশুরা উপলক্ষে প্রায় দশ হাজার শিয়া মুসলিমের তাজিয়া মিছিল চলাকালে একটি হাঁটার রাস্তার কিছু অংশ ভেঙে পড়ে। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের ছোটাছুটিতে পদদলিত হয়ে কমপক্ষে ৩১ নিহত হন।
শহরটির দুই সরকারি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। মিছিলটি যখন শেষ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই অংশগ্রহণকারীদের ছোটাছুটির ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদরের বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, মিছিলটি ইমাম হুসাইন (রা.) এর মাজারে পৌঁছালে এই ঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা মারাত্মক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রতিবছরের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতি ইমাম হুসাইন (রা.) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কারবালার তাজিয়া মিছিলে যোগ দেয় অসংখ্য মানুষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাজিয়া মিছিলের একাধিক হামলার ঘটনা ঘটেছে।
এর আগে ২০০৪ সালে বাগদাদ ও কারবালায় একই সময়ে একাধিক আত্মঘাতী বোমা হামলায় ১৪৩ জন নিহত হন। ২০০৫ সালে আত্মঘাতী বোমা হামলার গুজব ছড়িয়ে পড়ার পর মানুষের ছোটাছুটিতে পদদলিত হয়ে ৯৫০ জনের বেশি মানুষ মারা যান।
অবশ্য মঙ্গলবারের তাজিয়া মিছিলটি হাঁটার রাস্তাটি ভেঙে পড়ার পূর্বপর্যন্ত বেশ শান্তিপূর্ণ ছিল। কিন্তু মিছিলে অংশগ্রহণকারী দশ হাজার মানুষ যখন কারবালায় ইমাম হুসাইনের মাজারে পৌঁছে কথিত ‘ত্বয়েরিজ’ দৌড়ে অংশগ্রহণ করে, এই দুর্ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here