প্রতিটি অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে: অমিত শাহ

0
0

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কোন অবৈধ অনুপ্রবেশকারীকে দেশে থাকতে দেওয়া হবে না। রবিবার আসামের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্ব কাউন্সিল (এনইসি) বৈঠকে অমিত শাহ দৃঢ়তার সাথে বলেন ‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন তুলেছেন। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, ভারত সরকার একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটাই আমাদের প্রতিশ্রুতি।’

গত ৩১ আগস্ট আসামে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই প্রথম রাজ্য সফরে গেলেন অমিত শাহ। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম আসাম সফর। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে ৩.১১ কোটি মানুষের নাম, বাদ পড়েছে ১৯ লাখের বেশি নাম।

চূড়ান্ত তালিকা নিয়ে অমিত শাহ বলেন ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই এর কাজ শেষ করা গেছে’। উত্তর-পূর্ব কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে অমিত শাহ ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেভলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন (ডোনার) মন্ত্রী জিতেন্দ্র সিং, উত্তরপূর্বের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

জম্মু-কাশ্মীরের মতো উত্তর পূর্ব রাজ্যগুলি থেকেও বিশেষ অধিকার বিলোপের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে যে জল্পনা চলছিল সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন ‘সংবিধানের ৩৭১ ধারা যা উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দিয়ে থাকে তা প্রত্যাহার করা বা বিকল্প করার কোনও উদ্দেশ্য নেই কেন্দ্রের। সংসদে আমি স্পষ্ট ভাবে বলেছি যে এটা করা হবে না এবং আমি উত্তর পূর্বের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ আবারও বলছি যে ৩৭০ ধারা এবং ৩৭১ ধারা দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং কেন্দ্রীয় সরকার ৩৭১ ধারায় হাত দেবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here