সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূঁজা। আর সেই পূজার বাকি রয়েছে মাত্র ২৮দিন। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শুধু মাত্র রঙের কাজ হলেই সমাপ্ত হতো প্রতিমা তৈরীর কাজ। ঠিক সে সময়ে ঘটে গেল ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর সার্বজনীন দূর্গামন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা। জানা গেছে বুধবার রাতে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিমা ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার সকালে মন্দির পরিদর্শণ করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশররফ হোসেন ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ। কবিরপুর দূূর্গা পূঁজা কমিটির সদস্য বিজয় সাহা জানান, শারদীয় দূর্গা পূঁজার বাকি রয়েছে মাত্র ২৮দিন। এরই মধ্যে বুধবার রাতে দূর্বত্তরা তাদের মন্দিরে ঢুকে প্রতিমার সকল মুর্তির হাত, আঙুলসহ বিভিন্ন জায়গার আংশিক ভাংচুর করে। এ ঘটনায় তারা কবিরপুর সার্বজনীন দূর্গা পূঁজা কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছে। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান। বিষয়টি জানতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সাথে মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এব্যাপার ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার শৈলকুপা (সার্কেল) এএসপি আরিফুল ইসলাম বলেন, কবিরপুর সার্বজনীন দূর্গা মন্দিরে গতকাল রাতে প্রতিমা ক্ষতিগ্রস্থ্য করে একদল দূর্বত্তরা। তিনি ঘটনাস্থল পরিনদর্শন করেছেন।