ব্যবসায়ীদের নতুন রপ্তানি বাজার সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে শিল্পকারখানা স্থাপন এবং বিশ্বে নতুন রপ্তানি বাজার সৃষ্টি করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রপ্তানিখাতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ২ ভাগ। আর ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার ডাবল ডিজিটে নিয়ে যাওয়া হবে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ক্রমশ বাড়ছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করতে ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দেয়া হবে।’

শেখ হাসিনা আরো জানান, ‘২০২১ সাল নাগাদ ৬০ হাজার কোটি টাকা রপ্তানির লক্ষ্যমাত্রা সামনে রেখে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রেখেছে।’ রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যাংকের ঋণের হার ডাবল ডিজিট বলেই সুদের হার বেড়ে যায়। তাই বেসরকারি খাতে বিনিয়োগ সহজ করা এবং সুদের হার কমানোর লক্ষ্যে ব্যাংক ঋণ সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা করছে সরকার। সরকারি খাতকে বিনিয়োগ সুযোগ দেয়ায় অর্থনীতির চাকা সচল হয়েছে বেশি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং সুদের হার কমাতে সিঙ্গেল ডিজিটের ঋণ দেয়ার চেষ্টা করবে সরকার।’
পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় ধ্বংস না করা এবং শিল্প কলকারখানার পাশে জলাধার রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here