সাত মাসের আড়াই গুণ ডেঙ্গু রোগী আগস্টেই

0
0

ডেঙ্গু জ্বরে প্রতিদিনই দুই-একজনের মৃত্যুর খবর গণমাধ্যমে আসার মধ্যে সারাদেশে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমার তথ্য দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।চলতি বছরের (২০১৯) শুরু থেকে শনিবার (৩১ আগস্ট) চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭০ হাজার ১৯৫ জন। এরমধ্যে কেবল আগস্টেই আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭৩৪ জন।শনিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। কন্ট্রোল রুমের তথ্য থেকে দেখা যায়, মোট ৭০ হাজার ১৯৫ জন আক্রান্তের বিপরীতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ১৭০ জন।বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি আছেন ৪ হাজার ৮৬০ জন। এরমধ্যে কেবল রাজধানী ঢাকাতে আছেন দুই হাজার ৬৯৬ জন আর ঢাকার বাইরে রয়েছেন দুই হাজার ১৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় (৩০ আগস্ট সকাল ৮টা থেকে ৩১ আগস্ট সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৩৪৯ জন আর ঢাকার বাইরে ৪১১ জন। গতকাল (৩০ আগস্ট) এ সংখ্যা ছিল মোট এক হাজার ২৫ জন (ঢাকার ভেতরে ৪৬৫ জন, ঢাকার বাইরে ৫৬০), ২৯ আগস্ট ছিল মোট এক হাজার ১৮৯ জন (ঢাকার ভেতরে ৫২৪, ঢাকার বাইরে ৬৬৫), ২৮ আগস্ট ছিল মোট এক হাজার ১৫৭ জন (ঢাকার ভেতরে ৫৫১, ঢাকার বাইরে ৬০৬), ২৭ আগস্ট ছিল মোট এক হাজার ২৯৯ জন (ঢাকার ভেতরে ৬০৮, ঢাকার বাইরে ৬৯১), ২৬ আগস্ট ছিল মোট এক হাজার ২৫১ জন (ঢাকার ভেতরে ৫৭৭, ঢাকার বাইরে ৬৭৪ জন), আর ২৫ আগস্ট মোট রোগী সংখ্যা ছিল এক হাজার ২৯৯ জন (ঢাকার ভেতরে ৬০৭, ঢাকার বাইরে ৬৯২ জন)।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬০ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত এক মাসে সবচেয়ে কম।নতুন ভর্তি এই রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন।

ঠিক এক মাস আগে ৩১ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫৬২ জন। আর এই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ৭ অগাস্ট। ২১ অগাস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

সরকারি হিসাবে, চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। অগাস্টে রোগীর সংখ্যা জুলাইয়ের তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৫১ হাজার ৭৩৪ জন হয়েছে।

ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকার এই প্রবণতার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, হাসপতালে নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তো বেশ কমে আসছে। ডেঙ্গুতে আক্রান্তের ট্রেন্ড এখন কমার দিকে।তবে গত শনিবারও নতুন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কম ছিল। ওইদিন এক হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের দিন ভর্তি হন ১৪৪৬ জন। গত শনিবারের পর রোগী ভর্তির সংখ্যা কিছুটা বেড়ে রোববার ভর্তি হয়েছিলেন ১২৯৯ জন, সোমবার ১২৫১ জন এবং মঙ্গলবার ১২৯৯ জন।

অধ্যাপক আবদুল্লাহ বলেন, সেটাও ঠিক। তুলনামূলক তো কমছে। অবশ্যই কমছে। অস্বীকার করার উপায় নাই। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। এখন এমন তো নয় যে, হাসপাতালে সিট খালি নেই।এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৬টি মৃত্যুর ঘটনার মধ্যে ৫৭ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর তাদের ডেথ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে।

তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৯০ জনের মৃত্যুর তথ্য এসেছে গণমাধ্যমে।চলতি বছর এ পর্যন্ত মোট ৭০ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অগাস্টেই ভর্তি হয়েছেন ৬৫ হাজার ১৫০ জন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯৩ শতাংশই সুস্থ হয়েছেন।এখন সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৪৮৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here