নিউইয়র্কে ৩ দিনব্যাপী ফোবানা কনভেনশন, বিনামূল্যে পার্কিং

বিনা ভাড়ায় গাড়ি পার্ক করতে পারবেন ফোবানার টিকিটধারিরা।

ফোবানায় অংশগ্রহণকারিদের জন্যে সুখবর দিলেন কনভেনর নার্গিস আহমেদ। লং আইল্যান্ডে নাসাউ কলসিয়ামের সন্নিকটে অর্থাৎ রাস্তার অপর পাড়েই নাসাউ কম্যুনিটি কলেজের পার্কিং লটে বিনা ভাড়ায় গাড়ি পার্ক করতে পারবেন ফোবানার টিকিটধারিরা। বৃহস্পতিবার নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ সুখবর অর্জিত হয়েছে বলে জানান নার্গিস আহমেদ। তিনি উল্লেখ করেন, নাসাউ কলসিয়ামের পার্কিং লটে গাড়ি রাখলে কমপক্ষে ১৫ ডলার ভাড়া লাড়বে। কলসিয়ামের পাশেই এই কলেজের পার্কিং লটে এক পেনীও লাগবে না। সুতরাং সকলেই যেন এই সুযোগ গ্রহণ করেন। এজন্যে তিনি পুলিশ কমিশনারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে কাউন্টির নির্বাহী কর্মকর্তা লোরা কোরেনের সাথেও ফোবানা সম্মেলনের নানা ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কমিউনিটি লিডার সালেহ আহমেদ।

উল্লেখ্য, ৩০ আগস্ট শুক্রবার রাত ৮টায় (বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা) লং আইল্যান্ডে নাসাউ কলসিয়ামের বিশাল অডিটরিয়ামে শুরু হবে ফোবানা কনভেনশন এবং তা চলবে রবিবার গভীর রাত পর্যন্ত। হোস্ট করবে ড্রামা সার্কল। এতে প্রায় ১০ হাজার প্রবাসীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশরা করছেন। অংশগ্রহণকারিদের গাড়ি বিনামূল্যে পার্কিং এর এই ব্যবস্থা সকলকেই উপকৃত করবে বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনে বিষয়ভিত্তিক বেশ কটি সেমিনার ছাড়াও থাকবে নতুন প্রজন্মের ইয়ুথ ফোরাম, মিস ফোবানা প্রতিযোগিতা, ফোবানা আইডল ইত্যাদি। দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন পছন্দের গান।

এর আগে গণমাধ্যমের সাথে আলোপকালে হোস্ট কমিটির সদস্য-সচিব আবির আলমগীর জানান, কথামালা নয়, প্রকৃত অর্থেই এবার নতুন প্রজন্মের ৪ শতাধিক সদস্য আসবে এবং ইয়ুথ কনফারেন্স করবে। এই সম্মেলনে ৯ হাজারের অধিক প্রবাসীর সমাগম ঘটবে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানসহ ৮ দেশের শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেবেন বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাবিদ, বিজ্ঞানী, লেখকরাও থাকবেন। মূলধারার রাজনীতিকরাও আসবেন বিভিন্ন পর্বে। প্রবাসের খ্যাতনামা মুক্তিযোদ্ধারা একাত্তরের স্মৃতিচারণ করবেন। এ পর্বের সমন্বয় ঘটাবেন মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. নূরন্নবী। এটি হবে সম্মেলনের শেষ দিন বেলা ১২টায়।

উল্লেখ্য, এই ফোবানায় বিষয়ভিত্তিক ৮টি সেমিনার, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তমঞ্চ হবে ফোবানা হোটেল তথা ম্যারিয়টে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অপরাহ্ন ৫টা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে নাসাউ কলসিয়াম মিলনায়তনে। হোটেল এবং এই মিলনায়তন হাটা দূরত্বে অবস্থিত।

হোস্ট কমিটির সদস্য-সচিব আবির আলমগীর জানান, এবারই প্রথম অনুষ্ঠিত হবে ‘ফোবানা মিউজিক আইডল। এজন্যে বিস্তারিত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিস ফোবানা প্রতিযোগিতাও হবে জাকজমকপূর্ণভাবে। সেমিনারের হোস্ট প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম জানান, শনিবার ৬টি এবং রোববার ৪টি সেমিনার হবে। অংশগ্রহণকারির মধ্যে রয়েছেন ড. বিরুপাক্ষ পাল, ড. হালিদা আকতার, ড. গোলাম মাথবর, ড. এমজি কিবরিয়া, ড. বদরুল খান, ড. আমেনা শাহীন, ফারাহ নাজ কাইয়ুম, রেদওয়ান চৌধুরী, ড. সুফিয়ান এ খন্দকার, মো. আব্দুল্লাহ ইউসুফ, ড. রুহুল আমিন, ড. সাদেক চৌধুরী প্রমুখ।
শুক্রবার রাত ৮টায় ডিনারের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করবেন নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ লোরা কোরেন । বাংলাদেশ থেকেও আসার কথা কয়েকজন অতিথি। তবে প্রবাসের খ্যাতনামা ব্যক্তিত্বরাই থাকবেন এবারের প্রাণ। সাংস্কৃতিক পর্বে থাকবেন সৈয়দ আব্দুল হাদি, ইমান চক্রবর্তী, বেবী নাজনীন, শুভ্র রায়, তপন চৌধুরী, তাজুল ইমাম, রিজিয়া পারভিন, লিতা তাপসী, ফাতেমাতুজ্জোহা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী. তনিমা হাদি, মিঠুন জব্বার। মাইলস এবং ফুয়াদের টিমও পারফর্ম করবে মূলমে ।

ফোবানার নির্বাহী চেয়ারম্যান মীর চৌধুরী এবং নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী জানান, আমরা সর্বাত্মক চেষ্টায় রয়েছি এযাবতকালের সুন্দর একটি ফোবানা উপহার দিতে। সারা পাচ্ছি কানাডা এবং আমেরিকার সকল প্রান্ত থেকেই। আশা করছি আয়োজনের প্রত্যাশা পূরণ হবে। কানাডা ও যুক্তরাষ্ট্রের ৮৩টিরও অধিক সংগঠনের লোকজন আসছেন এতে। এটি হবে প্রতিনিধিত্বশীল সম্মেলন। নাচ আর গানের মধ্যে আমরা সীমাবদ্ধ নই। কমিউনিটির সমৃদ্ধির সাথে সঙ্গতি রেখে সবকিছু ঢেলে সাজানো হয়েছে।

হারিকেন ডরিয়েন ধেয়ে আসছে ফ্লোরিডায়। সে অঞ্চলে বিরাজ করছে এক ধরনের আতংক। এজন্যে অনেকেরই আসা হয়তো সম্ভব হবে না। এমনকি যারা বৃহস্পতিবার নিউইয়র্কে এসেছেন তারাও টেনশনে রয়েছেন। ফোবানার প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্কে অবতরণের পরই ভয়ংকর হারিকেনের তথ্য জেনে শংকায় রয়েছেন। এর আগেও কয়েকবার এই ফোবানা সম্মেলনের সময়েই ফ্লোরিডায় আঘাত করেছিল হারিকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here