পাবনার কাজিরহাট ঢালাচরকে সংযুক্ত করে দৌলদিয়া রাজবাড়ি-আরিচা মানিকগঞ্জকে একিভূত করে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণের দাবিতে পাবনায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সেক্টর কমান্ডার্স ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহিম পাকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, প্রধান শিক্ষিকা হাসিনা আখতার রোজি, নারী নেত্রী ও শিক্ষিকা হেলেনা পারভীন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খান, শিক্ষাবিদ ও গবেষক ড. মনসুর আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ শরিফ ডাবলু প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এক সময়ে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত ছিলো নগরবাড়ি ঘাট। যমুনা সেতু চালু হবার পরে অর্থনৈতিকভাবে ঐতিহ্য হারায় ভেঙে পড়ে এখানকার সবকিছু, হয়ে পরে পকেট জেলা। বক্তারা বলেন যমুনা সেতুর ওপরে ক্রমাগত চাপ কমাতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গের সাথে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে। তাই আগামীদিনের এমন কর্মপরিকল্পনায় পাবনাকে যেন সংযুক্ত করা হয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে এ আহবান জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা। এ সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
কামাল সিদ্দিকী, পাবনা।