সর্বনাশা আগুন রোধে জি-৭ ভুক্ত দেশগুলোর সহায়তা নেবে না ব্রাজিল

0
45

আমাজন বনে সর্বনাশা আগুন রোধে জি-৭ ভুক্ত দেশগুলো ২২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছিল। গতকাল মঙ্গলবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ব্রাজিল সরকার। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে ব্রাজিলের সম্পদে হস্তক্ষেপ করতে চাইছে বলেও অভিযোগ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। খবর বিবিসি।

চলতি মাসের ১৫ তারিখে পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজন বনে স্মরণকালের ভয়াবহ অগ্নিকা-ের সূচনা হয়। এর পরই ইউরোপীয় দেশগুলো আগুন নিয়ন্ত্রণে সহায়তার কথা বলে আসছে। কিন্তু ব্রাজিল শুরু থেকেই এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন গত সোমবার ফ্রান্সে সমাপ্ত হয়। সম্মেলনের শেষ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দেন, আমাজনে আগুন নিয়ন্ত্রণে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিতে প্রস্তুত তারা। এমনকি যত দ্রুত সম্ভব এ অর্থ ছাড় দেওয়া হবে বলেও কথা দেন তিনি। এর জবাবে প্রেসিডেন্ট বোলসোনারোর চিফ অব স্টাফ অনিক্স লোরেনজোন গ্লোব নিউজকে বলেন, ধন্যবাদ, ওই অর্থ দিয়ে বরং ইউরোপে বনায়নের কাজ করা হোক। ম্যাক্রনকে খোঁচা দিয়ে লোরেনজোন আরও বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ নটর-ডাম গির্জার আগুন প্রতিরোধ করতে পারেনি ফ্রান্স, তারা এসেছে আমাদের আগুন নেভানোর শিক্ষা দিতে! যদিও এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, এই আগুন নিয়ন্ত্রণের সাধ্য তাদের নেই।

এদিকে বিশ্বের বনায়নবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলের উচিত তাদের রাজনীতিকে অগ্রাধিকার না দিয়ে আমাজনের আগুন নিয়ন্ত্রণ করা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইকোসিস্টেমের প্রফেসর ইয়াদভিনদর মালিহি বলেন, ব্রাজিল সরকার এ বছর তাদের পরিবেশ অধিদপ্তরের বরাদ্দ ৯৫% কমিয়েছে। এর বড় অংশ কৃষিকাজে বরাদ্দ রাখা হয়েছে। তাই এই বিষয়টি বলা যায়, আমাজনে যা হচ্ছে তা নতুন ব্রাজিল সরকারের রাজনীতিরই অংশ।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট বেশ কিছুদিন থেকে বলে আসছে, ইউরোপীয় দেশগুলো ব্রাজিলের প্রাকৃতিক সম্পদের প্রতি বেশি উৎসাহ দেখাচ্ছে। আমাজনের মধ্য দিয়ে এই অঞ্চলে তাদের পা ফেলতে চায়। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সহায়তার ব্যাপারে একজন সাংবাদিক বোলসোনারোকে প্রশ্ন করেছিলেন, জবাবে তিনি বলেছিলেন, ব্রাজিল হলো কুমারীর মতো, যার দিকে বিকৃতরুচিরা লালসার দৃষ্টিতে তাকায়।

এদিকে গত শুক্রবার থেকে আমাজনে আগুন নিয়ন্ত্রণে ব্রাজিলের প্রায় ৪৪ হাজার সেনা কাজ করে যাচ্ছে। এতেও আশার কোনো খবর পাওয়া যাচ্ছে না। বরং নতুন করে আগুন বিস্তারের খবর আসছে। এ পরিস্থিতির মধ্যেও ব্রাজিল আন্তর্জাতিক সহায়তা ফিরিয়ে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here