জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

0
0

আজ ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা বিশ^বিদ্যালয় সংলগ্ন কবির মাজারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা’র নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।

পরে সংগঠনের গুলশান কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা রোজিনা, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অরুনা বিশ^াস, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, চিত্রনায়িকা শাহনুর, তানভিন সুইটি, মোত্তাছিম বিল্লাহ, কবি রবীন্দ্র গোপ, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, অভিনেত্রী পারুল আক্তার লোপা, অভিনেত্রী সোনিয়া পারভীন শাপলা, আওলাদ হোসেন রুহুল, আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন মন্টু, নাট্যশিল্পী হাবিবুল্লাহ রিপন, অধ্যক্ষ আহসান সিদ্দিকী, নুর হোসেন লিটন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের মাটিতে এনে তাকে যথাযোগ্য সম্মাননায় সম্মানিত করেছেন। কাজী নজরুল ইসলামের কবিতা মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণা যুগিয়েছে। তিনি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। সবার কাছে গ্রহণযোগ্য একজন কবি। তিনি মুসলমান হয়েও শামা সঙ্গীত রচনা করেছেন। পরে তার আত্মার শান্তি কামনা করে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here