ক্ষমা কর হে অনাহুত – তানিয়া তাজ

0
45

ক্ষমা কর হে অনাহুত

সারাদিনের ছোটাছুটির ফাঁকে ,
মনেই পড়েনি আছিস যে তুই সাথে।
কেন যে তুই এলি এই সময়ে
যখন সবি গেছে যে শেষ হয়ে।
সময় মত এলে এই জীবনে ,
সারাক্ষণই পড়ত তোকে মনে।
অনেক আদর অনেক যত্ন করে ,
ধারন করতাম আমার এই জঠরে ।
কত নানান স্বপ্ন যেতাম বুনে ,
ভাবতাম শুধু তোকেই প্রতিক্ষণে।
আহারে মোর ছোট্ট কচি প্রাণ ,
তোর জন্যে গাইছেনা কেউ আগমনী গান।
তুই যে এক অনাহূত প্রাণ ,
আমার ভেতরে বাস ,
রাখতে তোকে পারবনা মা ,
থাকতে যতই চাস।
পারলে আমায় ক্ষমা করিস ,
রাখিস না অভিমান ,
মা আমি আর তুই হলি মোর
ছোট্ট কচি প্রাণ।

তানিয়া তাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here