হাতীবান্ধায় বন্যার সুফল, হাজার একর জমি ধু-ধু বালুচর,

সম্প্রতি বন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী কোল ঘেষে বন্যা নিয়ন্ত্রন মাটির বাঁধটি বিধ্বস্ত হয়ে কয়েক হাজার একর ফসলী জমির রোপা আমন ক্ষেত এখন ধু-ধু বালুচরে পরিনত হয়েছে। ফলে কৃষকের চোখ পানিসার হয়েছে। বালু অপসারনের সরকারি কোন উদ্যোগ না থাকায় সচেতন মহলের প্রশ্ন উঠেছে।

জানাগেছে, উপজেলার গড্ডিমারী, সিংগীমারী ও সিন্দুর্না ৩টি ইউনিয়নের উপরে অবস্থিত সর্বনাশা তিস্তা নদীর কোল ঘেষে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রন মাটির বাঁধটি চলতি বর্ষা মৌসমে একাধিক বার বন্যায় সম্পুন রুপে বিব্বস্থ হয়ে উত্তর দক্ষিন ও মধ্য ধুবনী, পূর্ব উত্তর ও দক্ষিন সিন্দুর্না এলাকার হাজার হাজার একর রোপা আমন ক্ষেত ও ফসলী জমিতে ধু-ধু বালুচরে পরিনত হয়েছে। ফলে ১ লক্ষ মেট্রিকটন আমন ফসল উৎপাদন বঞ্চিত হয়েছে কৃষক কুল। ফলে খাদ্য ঘাটতির আশংখ্যা করেছে এলাকাবাসী। অপর দিকে ৭টি ইউনিয়নে শতশত ঘরবাড়ী ভিটে মাটি বিলীন হয়ে গেছে। ভিক্ষার ঝুলি কাধে তুলে দিয়ে অগনিত পরিবারকে, তাতেও থেমে যায়নি সর্বনাশা তিস্তা নদী।

শনিবার দিনব্যাপী ধুবনী এলাকা সরজমিনে ঘুরে দেখার সময় ক্ষতিগ্রস্থ কৃষক নুরুজ্জামান, সুরমান আলী, রোস্তম আলী ও ইউপি সদস্য মোশারফ হোসেন সহ অনেকে জানান, বর্ষা মৌসমের শুরুতে বাঁধটি ভেঙ্গে গেছে, পরবর্তিতে মেরামত না করায় আমন ফসল উৎপাদন থেকে বঞ্চিত হতে হয়েছে কৃষক কুলকে।

বিষয়টি নিয়ে কথা হয় সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুর সাথে, তিনি গভীর শ্বাস ফেলিয়ে বলেন, বাঁধটি পুর্ন নির্মান ও মেরামত দাবী করে কৃর্তপক্ষের নিকট একাধিক বার লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনরুপ সফলতা পাওয়া যায়নি। শুধু মাত্র ১শত ফুট ভাঙ্গা বালু ভরাটে পানি উন্নয়ন বোর্ড সাড়ে ৪ লাখ টাকা বরাদ্ধ করেছে। যাহা বৃহস্পতিবার মাটির কাজে উদ্বোধন করা হয়েছে। চেয়ারম্যান সহ এলাকাবাসীর বাঁধটি নির্মানে কৃর্তপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে।

বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বাঁধ নির্মানে একাধিক আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, উধর্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশসহ আবেদন গুলি প্রেরন করা হয়েছে। বরাদ্ধ আসলেই ক্ষতিগ্রস্থ এলাকা গুলো মেরামত করা হবে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here