হংকংয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, আটক ৩৬

0
0

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আটক করা হয়েছে ৩৬ জনকে। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন তরুণ রয়েছে। আজ সোমবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুঁড়লে এ সংঘর্ষ হয়।

এর আগে রোববার প্রথমবারের মতো বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে এবং জলকামান ব্যবহার করে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে পুলিশ জানিয়েছিল, বিক্ষোভকারীদের সতর্ক করতেই গুলি ছোড়া হয়। সংঘর্ষে আহত অনেক পুলিশ সদস্যকে চিকিৎসা দিতে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল তা নিশ্চিত করেননি পুলিশের সুপারিনটেনডেন্ট লেঙ কোক-উইং।

চীনে বন্দি প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে হংকংয়ে গণতন্ত্রপন্থিদের এ আন্দোলন চলছে। গত তিন মাস ধরে চলা এই বিক্ষোভে রোববার প্রথমবারের মতো গণতন্ত্রপন্থিদের ওপর গুলি ও জলকামান ব্যবহার করে হংকং পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here