শ্রমজীবী মানুষের কথা ভেবেই বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু: শোভন

কৃষক-শ্রমিকসহ শ্রমজীবী মানুষের কথা ভেবে ১৯৭৫ সালে বাকশাল কায়েম করা হয়েছিল উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূর্ণগঠন করতেই এমন সিন্ধান্ত নেওয়া হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার (২৫ আগস্ট) আর.সি.মজুমদার মিলনায়তনে ‘প্রতীবন্ধী শিক্ষা ও পুর্ণবাসন সংস্থা’ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি প্রতীবন্ধীদের উদ্দেশ্য করে বলেন,‘বঙ্গবন্ধুর নাতনী সায়েমা ওয়াজেদ পুতুল ও আপনাদের মতো মানুষদের নিয়ে কাজ করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপে আপনাদেরও অংশীদার হতে হবে। আপনাদের অন্য রকম দৃষ্টি ভঙ্গিতে পৃথিবীটা স্বর্গ বানাতে হবে। মুজিবের আর্দশকে ধারণ করে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

এ সময় প্রতীবন্ধী শিক্ষা ও পুর্ণবাসন সংস্থার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়, চাকরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক মোঃ আলী হোসেন প্রমুখ।

মাহদী আল মুহতাসিম নিবিড় ১৫ আগস্টে শহীদের প্রতি শোক জানিয়ে বলেন,‘প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভা বিকশিত করার মাধ্যমেই দূর করতে হবে। ১৯৭৪ সালে ৪৭ টি বিদ্যালয়ে সম্বনিত পড়াশোনা চালুর মাধ্যমে বঙ্গবন্ধুই বাংলাদেশে প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের পড়াশুনার সুযোগ করে দিয়েছিলেন। বর্তমানে দেশে প্রায় ১০ লক্ষ প্রতিবন্ধী মাসিক ৭৫০ টাকা হারে ভাতা পেয়ে থাকে, কিন্তু যৌক্তিক হারে তা বৃদ্ধি করা উচিত। বঙ্গবন্ধু আমাদের যে ত্যাগের শিক্ষা দিয়ে গেছে তা অনুসরণ করে অন্যের জন্য আমাদের কাজ করতে হবে।’

আবুল হোসেন বলেন,‘আমরা একজন স্বচ্ছ মানুষের চেয়ে কম নই, ইচ্ছা থাকলেই আমরা সব কিছু করতে পারি। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবন্ধীরা ভাইভা পর্যন্ত যেয়েও নির্বাচিত হয় না নিয়োগকারীদের একরকম ভুল ধারণা থেকে। এসময় তিনি প্রতিবন্ধীদের ভাতা তিন হাজার টাকা করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান।’

ঢাবি প্রতিবেদক:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here