ঢকায় শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনার আজ ১৫ বছর। ঐ দিন তিনি নিজে প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের সিনিয়র নেত্রীসহ ২৪ জন নেতাকর্মী মারা যান। ২০০৪ সালের ২১ আগস্ট হামলার ঘটনা যে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তনের সূচনা করেছিলো, এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে কোন দ্বিমত নেই । তারা বলেন, বর্তমানের রাজনীতির প্রধান দু’দল আওয়ামী লীগ ও বিএনপির মাঝে সম্পর্কে তিক্ততা, অবিশ্বাসের মূল কারণ গ্রেনেড হামলার ঘটনা। গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো দাবি দলের নেতাকর্মীদের। ১০ মাস আগে বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষনে বলা হয়েছে আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতেই ২০০৪ সালে দলটির সমাবেশে হামলা চালানো হয়েছে। এমন পেক্ষাপটে ঘটনার ১৫ বছর পরও আওয়ামী নেতাকর্মীদের ক্ষোভ কমেনি।
গ্রেনেড হামলার এ মামলায় বিচারিক আদালতে বিগত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসির আদেশ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবৎ জীবন সাজা হয়েছে। এখন হাইকোর্টে আপিলের শুনানি শুরুর কথা বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে।
বিএনপি তাদের নেতাদের সাজা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে। তবে হামলার সেই ঘটনায় বিএনপি এবং পুরো রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে দাবি করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর। একটি রাজনৈতিক জনসভার মধ্যে গ্রেনেড হামলা হবে, এতে অসংখ্য মানুষ আহত-নিহত হবে এটা কেনভাবেই মেনে নেয়া যাবে না। বাংলাদেশের রাজনীতির জন্য চরম সন্ত্রাসী ঘটনা।