বকেয়া শোধের আশ্বাসে চামড়া বিক্রির সিদ্ধান্ত

0
0
অবশেষে ট্যানারি মালিকদের কাছে কাঁচা চামড়া বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আড়তদাররা। ট্যানারি মালিকরাও শিগগিরই আড়তদারদের বকেয়া চারশো কোটি টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার ( ১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টদের ত্রিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
সরকারের পক্ষ থেকে গরুর কাঁচা চামড়া প্রতি বর্গফুট (ঢাকায়) ৪৫-৫০ টাকা, ঢাকার বাহিরে ৩৫-৪০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট (সারাদেশে) ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়। বৈঠক শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চামড়া নিয়ে বেশ কয়েকদিনের চলা সমস্যার সমাধান করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, কোরবানির চামড়া নিয়ে যে সমস্যা হয়েছিলো আমাদের আজকের বৈঠকে তার সমাধান হয়েছে। এটা দু’পক্ষের আন্তরিকতায় সম্ভব হয়েছে। আগামী ২২ আগস্ট এফবিসিসিআই এবং কয়েকটি চেম্বার মিলে আড়তদারদের বকেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবিষয়ে এফবিসিসিআইকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয় সচিব মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ আড়তদার ও ট্যানারির মালিকদের সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here