জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ কাউন্সিলের মধ্য দিয়ে যোগ্য ও ত্যাগী ছাত্ররা নেতৃত্বে আসবেন বলে মনে করছেন দলটির নেতারা।
রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।মনোনয়ন সংগ্রহ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী।
সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ছাত্রদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত ছাত্রনেতাদের মূল উদ্দেশ্য হবে।
রিজভী বলেন, নির্বাচনী কাউন্সিলে যারা ভোটার তারা ভোট দিবেন। এ ছাড়া যারা নেতৃত্বে অংশগ্রহণ করছেন এবং যারা প্রতিযোগিতা করবেন তাদের কথা বলা, মনন ও বিতর্কের বিভিন্ন ধারা সবকিছু মিলিয়েই ভোটাররা নির্ধারণ করবে তাদের উপযুক্ত নেতৃত্ব কে হবে।
ফরম বিতরণ শুরুর আগে ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যে দেশে নির্বাচন বলে কিছু নেই, যে দেশে মানুষের অধিকার বলে কিছু নেই, যে দেশে একাত্তর সালে অর্জিত অধিকার ভূ-লুণ্ঠিত, যে দেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী মিথ্যা মামলায়, অবিচারে কারাগারে বন্দি, যে দেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান স্বাচ্ছন্দে থাকতে পারেন নাই, যে দেশে বিএনপির হাজার, হাজার নেতাকর্মী হয় জেলে, না হয় গুমের শিকার, যে দেশের কৃষক ধানে আগুন দেয়, যে দেশে কোরবানির চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়, যে দেশে নারীরা সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য উদ্যোগী হয়েছে— এটা ঐতিহাসিক ঘটনা।
ছাত্রদলের এ কর্মকান্ডের মধ্য দিয়ে অতীতের মতো ভবিষ্যতেও স্বৈরতন্ত্র পতনে দৃষ্টান্ত স্থাপন হবে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবকিছুর লক্ষ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, সবকিছুর লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, সবকিছুর লক্ষ্য দেশে সাংবিধানিক পরিস্থিতি সৃষ্টি করা। এ লক্ষ্য নিয়ে যারা আজ ছাত্রদলের নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদেরকে অভিনন্দন জানাই।
আগামী ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, প্রার্থিতা যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।সাবেক নেতাদের হাত থেকে সভাপতির পদের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করেন সাজ্জাদ হোসেন রুবেল, আল আমীন কাউসার, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, আব্বাস আলী, তানভীর আহমেদ খান, সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করেন নাঈম হোসাইন, ফজল হক নিরব, তানজীল হাসান।
শনিবার থেকে রোববার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দুটি পদের জন্য ২৫ জন আগ্রহী প্রার্থী ফরম তুলেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সংখ্যা শেষ পর্যন্ত ৬০ ছাড়িয়ে যাবে। ফরম বিক্রি চলবে রোববার (১৮ আগস্ট) দুপুর ২ টা পর্যন্ত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু,আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, রাজিব আহসান ও আকরামুল হাসান।