কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬৩

0
0

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৮০ জনেরও বেশি। আজ রোববার বিবিসি, ইন্ডিয়া টুডে, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসারাত রহিমি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু হামলার ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষের জন্য আলাদা হল বরাদ্দ ছিল। পুরুষের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিয়েতে আমন্ত্রিত অতিথি মোহাম্মদ ফারহাগ বলেন, বোমা বিস্ফোরণের সময় বিশেষ কাজে নারীদের হলঘরে ছিলেন তিনি। পুরুষরা যে অংশে ছিল, সেখানে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে আতঙ্কে ছোটাছুটি শুরু করে সবাই। তিনি বলেন, প্রায় ২০ মিনিটের মতো পুরো হলঘর ধোঁয়াচ্ছন্ন ছিল। পুরুষদের অংশের প্রায় সবাই নিহত বা আহত হয়েছেন। বিস্ফোরণের দুই ঘণ্টা পরও সেখান থেকে লাশ বের করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি টানতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা চলছে। এর মধ্যেই একের পর এক হামলায় ওই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত ৭ আগস্ট কাবুল পুলিশ স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫০ জন।

গত ৩১ জুলাই আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত ও আহত হয় ১৭ জন। বালা বুলুক জেলার কান্দাহার-হেরাত মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ছাড়া গত ৭ জুলাই আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। এর মধ্যে আটজনই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি চারজন বেসামরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here