শাস্ত্রীই ভারতের প্রধান কোচ

0
0

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নতুন কোনো চমক আসেনি। পুরোনো রবি শাস্ত্রীকেই প্রধান কোচ পদে পুনর্বহাল রাখা হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর ধারণা করা হচ্ছিল পরিবর্তন হচ্ছেন কোহলিদের গুরু। কিন্তু কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কট্রোল বোর্ডের (বিসিসিআই) পরামর্শক কমিটি শাস্ত্রীকেই বহাল রাখলেন। বিশ্বকাপের পর যদিও ৪৫ দিনের চুক্তি বাড়ানো হয়েছিল রবি শাস্ত্রীসহ বাকি সাপোর্টিং স্টাফদের। কিন্তু চাকরি ছেড়েছিলেন রোহিত শর্মাদের ফিজিও অ্যান্ড্রু লিপাস এবং ট্রেনার শঙ্কর বসু।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, শাস্ত্রীর কোচিংয়েই প্রথমবার অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জয় করে ভারত। ২০১৭ সালে অনিল কুম্বলের পরে শাস্ত্রী পুননির্বাচিত হওয়ার পর ভারত ২১টি টেস্ট খেলে ১৩টিতে জয় পায়। ওয়ানডেতে ৬০ ম্যাচের মধ্যে কোহলিরা জয় পায় ৪৩টিতে। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৬টি ম্যাচের মধ্যে ২৫টিতেই জিতে ভারত।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নতুন কোচ ও সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবেদনে সাড়া দিয়েছিলেন টম মুডি, মাইক হেসন, মাহেলা জয়াবর্ধনেসহ দুই হাজার সাবেক তারকা ক্রিকেটার। তাদের কথা চিন্তাই করেননি কপিল দেব ও তার টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here