পায়রায় সাগরবক্ষে তিন ট্রলার ডুবিতে ১৩ জেলে নিখোঁজ: উদ্ধার ১৪

দলছুট কচুরিপানার মতো ভাসতে ভাসতে পায়রা বন্দর চ্যানেলের প্রবেশদ্বার বয়া জাপটে ধরেন জেলে আলী হোসেন। বয়স ৩০-৩৫ বছর। আলী হোসেন জানান, সোমবার তাঁদের নুর-আফসার কোম্পানির ট্রলারটি ১৫ জেলেসহ গভীর সাগরবক্ষে ডুবে যায়। এরপর আর কিছুই মনে নেই।

মঙ্গলবার দুপুরে কলাপাড়ার চাপলী বাজারের সগির কোম্পানির ট্রলার কিনারে ফেরার সময় বয়ার সঙ্গে ভাসতে দেখে আলী হোসেনকে উদ্ধার করেন। বর্তমানে আলী হোসেন চাপলী বাজারে বেল্লাল সরদারের কাছে রয়েছেন। আলী হোসেন একদিন সাগরে ভেসেছেন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। বাবার নাম আলী হোসেন। তার ডুবে যাওয়া ট্রলারের মাঝির নাম নুরউদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যার পরে আরও ১৩ জেলেকে গঙ্গামতির সাগরের অগভীর এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পায়রা বন্দর চ্যানেলের রামনাবাদ সাগর মোহনায় বেল্লাল খন্দকারের একটি ট্রলার সাত জেলেসহ ডুবে যায়। এক ঘন্টা ভাসার পরে লালুয়ার ব্যুরোজালিয়ার জেলেরা এদের উদ্ধার করেন। এরা হচ্ছে, আব্দুল হক, মিজানুর, ছলেমান, জলিল, মো. আবু, জুয়েল ও মতিন। একই স্পটে বিকেলে ডুবে যায় জহিরুল ইসলামের একটি ট্রলার। এটিতে ছিল পাঁচ জেলে। এদেরকে দুই ঘন্টা পরে উদ্ধার করেন অপর জেলেরা। এরা হচ্ছে হারুন ফকির, কালাম মিয়া, তরিকুল ও সুনিল। এরা সবাই ব্যুরোজালিয়ার দুই আড়তমালিকের হেফাজতে রয়েছেন। তবে মাঝি বেল্লাল ও জহিরুল ট্রলারসহ নিঃস্ব হয়ে গেছেন। এরা এখন ফের কিভাবে সাগরে মাছ শিকারে ফিরবেন তাও বুঝতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here