পাক সেনা সমাগম নিয়ে চিন্তার কিছু নেই : ভারতীয় সেনাপ্রধান

0
0

সীমান্তে (এলওসি) অতিরিক্ত পাকিস্তানি সেনা সমাগমের বিষয়টিকে নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, ‘পাক সেনার এই পদক্ষেপ শুধুমাত্র ‘সতর্কতামূলক’। এ বিষয়ে উদ্বেগের কোনো কারণ আছে বলে মনে হয় না।’

বিপিন আরও বলেন, ‘যদি প্রতিপক্ষ নিয়ন্ত্রণরেখায় তাদের উপস্থিতি বৃদ্ধি করে, সেটা তাদের ব্যাপার। প্রত্যেকেই সতর্কতামূলক সেনা নিয়োগ করে থাকে, এ নিয়ে আমাদের বিশেষ চিন্তা করার দরকার নেই।’

ভারতীয় সেনাপ্রধান মনে করেন, ৩৭০ ধারা উচ্ছেদের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে জনগণের সঙ্গে ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কে ছেদ পড়লেও, তা অচিরেই কেটে যাবে। তারপর আবারও জনগণের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে উঠবে।

এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘৩৭০ ধারা খারিজ হয়ে গেলেও আমরা মানুষের সঙ্গেই থাকব। মনে রাখা উচিত, ৭০ ও ৮০-এর দশকে কীভাবে সাধারণ মানুষের সঙ্গে সেনারা মিলেমিশে থাকত। আমরা অস্ত্র ছাড়াই পরস্পরের সঙ্গে মেলামেশা করতাম এবং সবকিছু স্বাভাবিক থাকলে আবার সেই সম্পর্কে ফিরে যাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here