ব্যস্ত রাজধানীতে নেই যানজট: ঢাকা এখন অনেকটাই ফাঁকা

0
0

একদিন ছুটি নিলে পুরো ৯দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই সুবাদে টানাছুটির কবলে পড়েছে দেশ। নিত্যদিনের ব্যস্ত ও যানজটের নগরী যেন এই ছুটিতে হয়ে পড়েছে একেবারেই অচেনা!

সংশ্লিষ্টরা বলছেন, দেড় কোটি মানুষের বসবাসের নগরী থেকে কম করে হলেও প্রায় ৪০ লাখ মানুষ ঢাকা ছাড়বেন। ঈদের ছুটি কাটাতে যাবেন গ্রামে। তাই এই কয়দিন যারা রাজধানীতে থাকবেন তারা অনেকটা যানজটহীন পরিবেশেই থাকবেন। মানুষের বাড়ি ফেরা আগে থেকে শুরু হলেও মূলত বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেল থেকেই বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। যা চলবে ঈদের আগের দিন রোববার (১১ আগস্ট) পর্যন্ত।

এরই মধ্যে কত মানুষ ঢাকা ছেড়েছেন তার সঠিক হিসেব সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া যানি। তবে রাস্তাঘাট ঘুরে যা দেখা গেছে তাতে বোঝা যায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। কেউ কেউ শনিবার- রোববারও ঢাকা ছাড়বেন। ফলে পুরো এক সপ্তাহ ব্যস্ত এই শহরে কোনো যানজট পোহাতে হবে না রাজধানীবাসীকে।

শনিবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, চিরচেনা যানজট একেবারেই নেই। রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, আরামবাগ, মতিঝিল, দৈনিক বাংলা, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্যভবন, সেগুনবাগিচার বিভিন্ন এলাকার সড়কেও একই অবস্থা।পরিবার-পরিজন সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফলে শহরের বেশির ভাগ এলাকায় এখন মানুষের কম উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। তবে বেসরকারি কর্মজীবীদের মধ্যে এখনও যারা শহরে অবস্থান করছেন, তাদের অনেকেই গ্রামের বাড়ি যেতে ছোটাছুটি করছেন কমলাপুর রেলস্টেশন কিংবা বাস টার্মিনালগুলোতে। শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানী ঢাকার কয়েকটি এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

মালিবাগ থেকে বরিশালের উদ্দেশে মোটরসাইকেলে যাত্রা করেন ওয়াদুদ হোসেন। তিনি বলেন, স্ত্রী-সন্তানদের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। পরিবারের একমাত্র সদস্য হিসেবে আমিই ঢাকায় ছিলাম। পরিবহনের টিকিট না পেয়ে মোটরসাইকেলে রওনা হয়েছি।

আরামবাগ থেকে যশোর-খুলনার উদ্দেশে কিছুক্ষণ পরপর ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাস। এমনই এক বাসের যাত্রী খোরশেদ আলম। বেসরকারি একটি কোম্পানিতে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেন। পরিবহনে ওঠার আগে তিনি বলেন, আজও আমাদের অফিস করতে হয়েছে। ঈদের পর বেশি ছুটি কাটাবো বলে ঈদের আগে ছুটি কম নিয়েছি। বাসার সবাই অপেক্ষা করছে। তবে ঈদের সময়ের দুর্ঘটনা নিয়ে শঙ্কিত। এবার আমরা যেন এটি থেকে বেরিয়ে আসতে পারি।

ক্রমেই ঢাকা ফাঁকা হতে থাকলেও বসুন্ধরা, মৌচাক, পল্টন, বেইলি রোডসহ মার্কেট প্রধান কয়েকটি এলাকায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদের আগের শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত তারা। কথা হয় ক্রেতা মিসেস তামান্না পলির সঙ্গে। তিনি জানান, আজ রাতের গাড়িতে ঢাকা ছাড়বেন তিনি। তাই শেষ সময়ে সন্তানদের বাকি কেনাকাটা শেষ করছেন।

মার্কেট ছাড়াও রিকশা, পাবলিক বাস কিংবা নিজস্ব পরিবহনে অনেকেই ছুটছেন মহাখালী, গুলিস্তান, আরামবাগ, সায়েদাবাদ ও গাবতলীসহ বেশ কিছু বাসস্ট্যান্ড ও কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। বুক পকেটে টিকেট গুজে রাখা আনোয়ারুল কবির জানালেন, সঙ্গে টিকেট আছে ঠিকই। কিন্তু ট্রেনে ভিড় ঠেলে উঠতে না পারলে টিকেট থাকা সত্ত্বেও দাঁড়িয়ে যেতে হতে পারে। তাই এই ভোগান্তি থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই কমলাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

ঘরেফেরা কিছু মানুষের চোখে-মুখে দেখা গেছে শঙ্কা আর চিন্তার ছাপ। তেমনই একজন রাহাত হোসেন। তিনি জানান, ঢাকাতে ডেঙ্গুর আতঙ্ক। গায়ে কিছুটা জ্বর বোধ করছি। কিন্তু ডেঙ্গু ধরা পড়েনি। তাই টিকিট কাটা থাকলেও সঠিক তারিখে বাড়ি ফেরা হয়নি। তবু আজ জ্বর নিয়েই ফিরছি। ঈদে কাটা পথে বাড়ি ফেরার ঝক্কির তো আর শেষ নেই!দিন বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা রাজধানীর দৃশ্যপটও আমূলে পাল্টে যেতে শুরু করে। শহরের যেসব ব্যস্ততম সড়কে ট্রাফিক পুলিশকে ঘাম ঝরাতে হয়, সেসব সড়ক অনেকটাই ফাঁকা পড়ে আছে। ফলে খুব বেশি প্রয়োজন পড়ছে না ট্রাফিক পুলিশের।

অন্যদিকে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতেও সময় লাগছে কম। শাহবাগ থেকে মগবাজার আসার অভিজ্ঞতা সম্পর্কে রনি মিঞা বলেন, আগে যেখানে শাহবাগ থেকে এখানে (মগবাজার) আসতে ৩০ থেকে ৪০ মিনিট দরকার হতো, সেখানে আজ মাত্র ১১ মিনিটে পৌঁছালাম।গতকাল (শুক্রবার) ঢাকা ছেড়েছেন অনেকেই। বাকিরাও আজ নিজ নিজ বাড়ি ফিরছেন। তাই জনসমুদ্রের ঢাকা শহর এখন ফাঁকা নগরীতে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here