আজ ৮ আগস্ট ২০১৯ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন- জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেলে ডেংগুর প্রাদুর্ভাব কমানো সম্ভব। তিনি আরও নেতার চেয়ে দলে বেশী দরকার ম্যানেজার। ম্যানেজ করা শিখতে হবে। ঝগড়া লাগিয়ে মীমাংসা করা রাজনীতিবিদদের দলে দরকার নেই। বিএনপির সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন ডেংগুর প্রাদুর্ভাব বাড়ালেও বিএনপিকে একদিনও মশার ওষুধ স্প্রে করতে দেখা যায়নি, তাদের রাজনীতি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।
প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টান্ডলীর সদস্য আমির হোসেন আমু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আওয়ামী লীগে অবদান তুলে ধরে বলেন- নিজে জন্য চিন্তা না করে তিনি দল ও নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। দুঃসময়ে পেছনে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গমাতা। তিনি আরও বলেন মহীয়সী নারী বেগম মুজিবের কারণেই স্বাধীনতা আন্দোলন সফল হয়েছে।
যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন-স্বাধীনতা আন্দোলনের পেছনের কারিগর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফার্স্ট লেডি হিসেবে বঙ্গমাতা ছিলেন ব্যতিক্রম। তিনি কখনোই নিজেকে প্রকাশ করেননি। তার ও শেখ মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, এ বি এম আমজাদ হোসেন, মোহাম্মদ আনোয়ার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।