প্রতিদিনই বাড়ছে ডে্গংু রোগী: রাজবাড়ীতে ৮১ জন রোগী সনাক্ত

0
0

প্রতিদিনই রাজবাড়ীতে ডেংগু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডে্গংু জ¦রে হয়ে স্থানীয়রা সহ ঢাকা থেকে এ রোগ নিয়ে রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা । মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসাপতালে চিকিৎসা নিতে আসা ডে্গংু রোগীর সংখ্যা ছিল ৫৫ জন জন । গত ২৪ ঘন্টায় ৯ জন নতুন রোগী ডে্গংু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি হয়ে ডিংংগু চিকিৎসা নিচ্ছেন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৪ জন এবং পাংশা স্বাস্থ্য কেন্দ্রে ৬ জন সহ জেলার বিভিন্ন হাসপাতাল ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। গত কালকাল ভতি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৪ জন । এর মধ্যে গুরুতর অসুস্থ্য ৫জন রোগীতে রেফার্ড ও অনেকে রোগী চিকিৎসা সেবা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরেছেন।

তবে রাজবাড়ী সদর হাসপাতালে ডে্গংু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে ,দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা।ডেঙ্গ হলে তাদের প্রাথমিক অবস্থায় হাসপাতাল কতৃপক্ষ তিনটি পরিক্ষার মাধ্যয়ে ডেঙ্গু রোগ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের চিকিৎসা দিচ্ছেন। তবেরোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাওয়ার কারনে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কতৃপক্ষের। রোগীরা বলেন, তারা বেশিরভাগই ঢাকা থেকে ডে্গংু আক্রান্ত হয়ে এসেছেন। রাজবাড়ীতে ডেংগু হয়েছে এমন রোগীর সংখ্যা ও কম নয়। জ্বরে আক্রান্ত হলে তাদের শরীর প্রচন্ড পরিমান ব্যাথা অনুভন করেন ।কোন কোন রোগী কিছুটা ভালো হলেও অনেকেই শরীর খারাপের কথা বলছেন,দিন দিন অবনতি হচ্ছে শরীর। তবে সদর হাসপাতালথেকে চিকিৎসাসেবা ভালেঅ পাচ্ছেন বলে জানান রোগীরা।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহনিমা নারগিস বলেন, জানান, প্রতিদিনই হাসপাতালে ডেংগুতে আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে। হাসপাতাল থেকে তারে যথেষ্টসেবা প্রদান করা হচ্ছে।এখন পর্যন্ত হাসপাতালে ১৬ জনরোগী ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলমান রয়েছে। ৯ জন নতুন রোগী ডেংগু নিয়ে ভর্তি হয়েছেন ২৪ ঘন্টায়। সদর হাসপাতাল থেকে ৫৫ জনরোগী এ পর্যন্ত রোগী চিকিৎসা সেবা নিয়েছে,চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। তবে চিকিৎসাসেবা দিতে যে কিটের স্বল্পতা ছিল তা আজ থেকে আর নেই বলে জানান তিনি।

এম,মনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here