জনসম্পৃক্ততার সাথে কাজ করলে ১০ দিনেই এডিসমুক্ত হওয়া সম্ভব…ওমর ফারুক চৌধুরী

0
0

আজ ৬ আগস্ট ২০১৯ইং তারিখ রোজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে দেশকে এডিস মশা নিধনে পরিচ্ছন্ন অভিযান এর উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন- জনসচেতনতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে এডিস মশা নিধনে সচেতন হয়ে কাজ করলে আগামী ১০ দিনের মধ্যে দেশকে এডিস মুক্ত করা সম্ভব। তিনি বলেন- যুবলীগ নেতাকর্মীদের নিয়ে বিগ্রেড তৈরির মাধ্যমে পরিচ্ছন্ন ও সচেতনতা বৃদ্ধি করে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, মশা নিয়ে রাজনীতি না করে দেশের মানুষকে মুক্ত করতে কাজ করুন। কাজ না করে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। এডিস স্মার্ট মশা এটি ঘরের ভিতরে টেবিলের নিচে অন্ধকার স্থানে বসবাস করে তাই আগে এর প্রজনন স্থান ধ্বংস করতে হবে। এ বিষয়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। পরে সেগুনবাগিচায় নির্মাণাধীন বহুতল ভবনে নিজেই ফগার মেশিন চালিয়ে মশা নিধন অভিযানে অংশ নেন।

এর আগে আলোচনা অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, যুবলীগ চেয়ারম্যান এর নির্দেশনা মেনে মশার প্রকোপ থেকে রক্ষায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলোচনায় অংশ নিয়ে বলেন, বিশিষ্ট গবেষক ও আমাদের অভিভাবক যুবলীগ চেয়ারম্যানের নেতৃত্বের মতো শৃঙ্খলার সাথে কাজ করলেই এর ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান বলেন এডিস মশার জন্ম কোথায় এবং কিভাবে মারতে হবে সেই নির্দেশনা যুবলীগের সম্মানিত চেয়ারম্যান দিয়েছেন এখন শুধু মশা নিধন ও পরিচ্ছন্ন অভিযানে নামতে হবে তাহলেই খুব দ্রুত ডেংগু থেকে রেহাই পাওয়া সম্ভব। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সোহরাব হোসেন, আনোয়ার ইকবাল সান্টু, আলী আকবর বাবুল ও দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here