বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সালনাস্থিত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার হলে রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, কর্মজীবনে ভাল করতে হলে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কোন বিকল্প নাই। তাই প্রতিযোগিতার এ যুগে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঞা। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামানের সঞ্চালনায় এবং বিশ^বিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. আবিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশ^বিদ্যালয়ের ফিশারিজ অনুষদের গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here