২ আগষ্ট সকাল ১০.০০ মিনিটে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বিডি ক্লিন, মহালছড়ি শাখা এর উদ্যেগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে প্রথম বারের মত মহালছড়ি শাখার বিডি টিম, খাগড়াছড়ি বিডি টিমের সহযোগিতায় উপজেলার চট্টগ্রাম বাস স্টেশন এলাকা ও এর চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর জোনের অধিনায়কের পক্ষে সেকেন্ড ইন কমান্ড আসিফ ইকবাল, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন,মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিটির সভাপতি সুনীল দাশ ও মহালছড়ি উপজেলার গনমান্য ব্যাক্তিবর্গ। কার্যক্রম শুরু করার আগে বিডি টিমের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি আসিফ ইকবাল।
উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্তের উদ্ভোধন ঘোষনার মধ্যে দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরাসহ বিডি টিমের সদস্যরা ঝাড়ু, বেলচা, ময়লা রাখার ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ নিয়ে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। এই কার্যক্রমে সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলার বিডি টিমের সমন্বয়ক শাহাদাৎ হোসেন কায়েস ও তার টিম।
এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার বিডি ক্লিন এর সমন্বয়ক সানি দাশ ও সহকারী সমন্বয়ক কাকন কর্মকার, “আলোর ফেরিওয়ালা” সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি,কোষাধ্যক্ষ রিপন ওঝা ও সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ,সাধারণ মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা। উপজেলার বিভিন্ন পেশার লোকজন বিডি ক্লিন এর এই পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করেন। চট্টগ্রাম স্টেশন এলাকার বাসিন্দা ও মহালছড়ি থলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ বলেন বিডি ক্লিন মহালছড়ি শাখার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়,মহালছড়ি তে এই রকম কার্যক্রম এই প্রথম। তিনি বিডি ক্লিন টিমের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ও এই রকম কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।
উল্লেখ্য যে পরিচ্ছন্নতা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে প্রথম বারের মত বিডি ক্লিন ঢাকা এর কার্যক্রম শুরু হয়। সেখান থেকেই বিডি ক্লিন এর কার্যক্রম ছড়িয়ে পড়ে বিভাগ,জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে।
মিল্টন চাকমা(কলিন),মহালছড়ি