বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। আমরা চাই, আল্লাহ তার চোখ ভালো করুক। আল্লাহ তার চোখ, শরীর ও ভাবনাটা সুস্থ করুক। কারণ, আমরা কোনও মানুষের অমঙ্গল কামনা করি না।
শনিবার (৩ আগস্ট ) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় মানবাধিকার আন্দোলন আয়োজিত মানবাধিকার ও আইনের শাসনের চরম অবনতি: কোন পথে বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা করেন।নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, রাজনৈতিক নেত্রীর মুক্তি হয় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমাদের নেত্রী জেলখানার যাওয়ার পরে আমরা কোনও আন্দোলন করতে পারি নাই। যে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবে। আর আন্দোলনে কোনও আওয়াজও আমরা আদালতে দিতে পারিনি।
তিনি বলেন, গণপিটুনির আড়ালে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা সে বিষয়টি আনতে হবে। সরকারের মন্ত্রীরা বলছেন, এর সঙ্গে বিরোধী দলের হাত আছে। তার মানে কী? তার মানে, দেশকে চরম একটা অবস্থানের মধ্যে ফেলে দেওয়া এবং কোনও একটা সময়ে তারা নিজেরাই দেশ ছেড়ে কেটে পড়ে কিনা সেটিও দেখবার বিষয়।এসময় ঢাকার দুই সিটি করপোরেশর দুর্নীতির আড্ডাখানা বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, কৃষকদলের আহ্বয়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।