কোরবানি বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে দুই সিটি

0
0

প্রতি বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দুই সিটি করপোরেশন।

চাঁদের হিসাব অনুযায়ী আগামী ১২ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর কয়েক দিন বাদেই রাজধানীর বিভিন্ন জায়গায় অস্থায়ী হাট বসবে।ঈদুল আজহার সময় পশুর হাট ও মহানগরীর অলিগলি, গলি পরিষ্কার করা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে গত দুই বছর ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী পরিষ্কার করার দক্ষতা দেখিয়েছে দুই সিটি করপোরেশন। এবারও সেই লক্ষ্যেই কাজ করবে দুই সিটি করপোরেশন।

এবারও দুই সিটিতে ৫ লাখের অধিক পশু কোরবানি হবে বলে মনে করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গত বছর ঢাকা উত্তর সিটিতে কোরবানি হয়েছিল ২ লাখ ৩২ হাজার পশু। এবারও এই সংখ্যক বা তার থেকে বেশি পশু কোরবানি হবে বলে মনে করছে উত্তর সিটি করপোরেশন।অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির প্রত্যাশা ২ লাখ ৭৫ হাজার বা তার চেয়ে বেশি পশু। কোরবানি বর্জ্য অপসারণে দুই সিটির নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে। এবার ডিএনসিসির ২ হাজার ৭০০ নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত থাকবে ৬ হাজার ৮০০ জন। অন্যদিকে ডিএসসিসির নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী থাকবে ৫ হাজার ২৪০ জন। আর অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী (যারা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে) এরকম প্রায় ৩ হাজার কর্মী কাজ করবে।অর্থাৎ দুই সিটিতে ১৭ হাজার ৭৪০ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। এবারও ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানি বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চান দুই মেয়র।

কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণের লক্ষ্যে দুই সিটির প্রতিটি ওয়ার্ডে ৫টি করে জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। ওই নির্ধারিত জায়গায় ত্রিপলসহ ইমাম, কসাই এর ব্যবস্থা করবে সিটি করপোরেশন। নগরবাসী সেবা মূল্য দিয়ে কসাই ও ইমামদের সেবা গ্রহণ করতে পারবেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন ২৫০০ থেকে ৩০০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হলেও কোরবানির সময় গতবছরের হিসেবে ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়েছে। কাজেই বাড়তি বর্জ্য অপসারণের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রাখছে তারা। এ বছর দক্ষিণে ১২০০-১৫০০টি জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। ওই চিহ্নিত স্থানে কোরবানি করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হবে।

কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা চাইব প্রতি বছর অবস্থার উন্নতি ঘটাতে। গত বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে চাই। আমাদের দক্ষিণে ১৪টি হাট বসবে। এইসব হাটের জায়গাসহ অন্যান্য স্থান পরিষ্কার করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিটি ওয়ার্ডে অন্তত ৫টি করে পশু জবাই স্থান থাকবে। মানুষের সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা ও কসাই, ইমামদের নাম মোবাইল নম্বর ও যে এলাকায় থাকবেন তার ঠিকানা প্রতিটি হাটে বড় স্ক্রিন বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে।

নিরবিচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ট্রাক, পে-লোডার, হুইল ডোজার, বেকহো লোডার,স্কিপ লোডার, ডাম্প ট্রাক, পানির গাড়ির ব্যবস্থা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here