ঢাবিতে এক দিনেই ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

0
31

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসাকেন্দ্রে নতুন ডেঙ্গু শনাক্তকরণ ডিভাইস আনার প্রথম দিনেই ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার এই ডিভাইস আনার পর ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। ঢাবির চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান জানান, সংগৃহীত ১৬৮ জনের নমুনা থেকে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। নতুন এই ডিভাইস আনার ফলে চিকিৎসাকেন্দ্রে এখন থেকে রক্তের প্লাটিলেট গণনা এবং ডেঙ্গু শনাক্তকরণ- দুটো কাজই করা যাবে।

ডা. সারোয়ার জাহান আরও জানান, নতুন এই ডিভাইসটির মাধ্যমে দিনে ১৫০টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে গতকাল শিক্ষার্থীদের চাপে ১৬৮টি নমুনা সংগ্রহ করা হলেও এখন থেকে নিয়ম মেনে ১৫০টি নমুনাই পরীক্ষা করা হবে। এদিকে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি তুলেছে শিক্ষার্থীরা। গত ২৯ জুলাই এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন। ডাকসুর ভিপি নুরুল হক নুরুও একই দাবি তুলেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here