স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সুন্দরভাবে দেশে ডেঙ্গু মোকাবিলা করা হচ্ছে, আমরা কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস আনার ব্যবস্থা করেছি, আজ রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে, আগামীকাল বাকিগুলোও চলে আসবে। বৃহস্পতিবার দুপুরে মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ।
তিনি আরও বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি। এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত জরুরি প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার এস এম খাইরুল আহসান এ খবর নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় তার সংবাদ সম্মেলন করার কথা ছিল।