হাসুমনির পাঠশালার উদ্যোগে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

হাসুমনির পাঠশালার উদ্যোগে‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রাসঙ্গিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা আজ মঙ্গলবার ইমানুয়েলস নিউ হল-২, গুলশানে অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসুমনির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধনের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, আমরা আজ একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করছি। সংবিধান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। প্রিয়া সাহা যা বলেছেন তা মিথ্যা। আমাদের দেশ উন্নত হচ্ছে। আমরা আজ অনেক ভাল আছি। বাংলাদেশ অন্যান্য দেশের মডেল হচ্ছে।

তিনি দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বলেন, কোন ধর্মে বলা আছে অন্য ধর্মের লোককে মারতে হবে? অত্যাচার-নির্যাতন করতে হবে? দেশ ত্যাগে বাধ্য করতে হবে? যারা গুন্ডা-বদমাইশ তারা কি ধর্মের লোক? কেন আমরা তাদেরকে ধর্মের মধ্যে টেনে নিয়ে আসি? কেন রাজনৈতিক প্রশ্রয় দিচ্ছি?

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ২৩ বছরের জেল-জুলুম-অত্যাচার সহ্য করে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ ও অন্যান্য সকল জাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে মাত্র নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে কেনা। এটা কারও দয়ার দেশ নয়।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ভাবে দেউলিয়া বিএনপি লন্ডন থেকে প্রেসক্রিপশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিএনপি-জামায়াতের কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে আজ লিপ্ত। বিশ^নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সকল অপপ্রচেষ্টা রুখে দেয়া হবে। এ দেশের মাটির তারা কখনও সফল হতে পারবেনা।

মুখ্য আলোচকের বক্তব্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হিন্দু-বৌদ্ধ-মুসলমান সবাই এক সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সবার রক্ত ছিল এক। মানুষ, অমানুষের মধ্যে পার্থক্য কোন ধর্মেই নেই। সবার আগে আমরা মানুষ। তারপর ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কোন ধরনের সাম্প্রদায়িকতা সমর্থন করেনা। অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশে কোন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থাকতে পারেনা।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ধর্মকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করার কারণেই আজ আমাদের সমাজের এ অবস্থা। জিয়া-এরশাদের প্রেতাত্ত্বা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। ৭২-এর সংবিধানে পরিপূর্ণ ভাবে ফিরে যেতে পারলেই প্রকৃত অসাম্প্রদায়িক অবস্থা তৈরি হবে। বাংলাদেশে যদি হিন্দু-বৌদ্ধসহ সংখ্যালঘু না থাকে তা হলে বাংলাদেশের অবস্থা একদিন আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও পাকিস্তানের মত হবে।

তিনি আরও বলেন, আমি আগেও বলেছি প্রিয়া সাহা যে তথ্য দিয়েছে তা সত্য নয়। এটা তার ব্যক্তিগত তথ্য। আমাদের সংগঠেন নয়।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশনের চেয়ারপারসন অধ্যাপক জুনায়েদ হালিম এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খায়রুল চৌধুরী সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here