প্রেমে বিয়ে হলেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দীপা রানি (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে নানান সন্দেহ সৃষ্টি হয়েছে। বিছানায় হাঁটু গাড়া অবস্থায় গলায় রশি দেখে স্থানীয়দের ধারণা দীপাকে হত্যা করে ঝুলে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে দীপার স্বামী প্রকাশ পলাতক রয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দীপা ওই গ্রামের কসাই প্রকাশ চন্দ্রের স্ত্রী ও পাশের গোড়ল ইউনিয়নের কমলাটারী গ্রামের কুকিলেশ্বর বর্মণের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দু’বছর আগে প্রেম পরিণয়ে বিয়ে হয় দীপা ও প্রকাশ চন্দ্রের। এরই মধ্যে দীপা এক সন্তানের জননী হলেও বাবার পরিবার তার এ বিয়ে মেনে নেয়নি। বেশ কয়েক দিন ধরে দীপা ও প্রকাশের বনিবনা হচ্ছিল না। প্রায় সময় প্রকাশ মারধর করতেন দীপাকে।
মঙ্গলবার সকালে তাদের বাড়ির কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দীপাকে ডাকতে যায়। পরে ঘরে তাকে বিছানায় হাঁটু গাড়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত দীপার স্বামী প্রকাশ চন্দ্র পলাতক থাকায় ও বিছানায় হাঁটু গাড়া অবস্থায় গলায় রশি দেখে স্থানীয়দের ধারণা দীপাকে হত্যা করে ঝুলে রেখে পালিয়েছেন প্রকাশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, এটা হত্যা না কি আত্মহত্যা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে। নিহত গৃহবধূর স্বামীকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ বলেও জানান তিনি।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি