কানাডায় চার বাংলাদেশি খুন, পরিবারেরই একজন গ্রেপ্তার

0
69

কানাডায় বাবা-মাসহ বাংলাদেশি পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগে ওই পরিবারেরই এক সদস্যকে আটক করেছে পুলিশ। মিনহাজ জামান নামের ২৩ বছরের তরুণকে সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। শুক্রবার আবারো তাকে আদালতে তোলা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। গেল রোববার গভীর রাতে কানাডার রাজধানী টরন্টোর মারখাম এলাকার একটি বাড়ি থেকে চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মুহাম্মদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে ম্যালিসা এবং মনিরের শ্বাশুড়ি। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। ইয়র্ক রিজিওনাল পুলিশ জানায়, ২০০২ সাল থেকে কানাডায় বসবাস করছিলো পরিবারটি। কিভাবে চারজনকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। নিহত দম্পতির আটক হওয়া ছেলেটি মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্ত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মনে করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here