স্কয়ার হাসপাতালের পর এবার ডেঙ্গু রোগীর চিকিৎসায় অবিশ্বাস্য বিল দাবি করেছে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল। একজন রোগীর পাঁচ দিনের চিকিৎসায় হাসপাতালটি ৫ লাখ ৮০ হাজার টাকা বিল করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এর পর থেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিতে থাকেন ফেসবুক ব্যবহারকারীরা। ভাইরাল হওয়া ওই বিলে রোগীর নাম ঠিকানা কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে দেখা যায়, অজ্ঞাত ওই রোগী গত ২২ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পাঁচ দিনের চিকিৎসা শেষে ২৭ জুলাই তিনি ছাড় পান।
রোগীর চিকিৎসার বিলের কপিতে দেখা গেছে, ৫ দিনে ল্যাব চার্জ বাবদ ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ২ শত ৬০ টাকা, ডাক্তারের ফি বাবদ ৩৩ হাজার ১ শত টাকা, ওষুধ বাবদ ৯৮ হাজার ২ শত ৭৬ টাকা, রুম চার্জ ৫২০০০ টাকা, সরঞ্জাম বাবদ চার্জ ২৯ হাজার ২ শত টাকা, রেডিওলজি চার্জ ২১ হাজার ৫ শত টাকা, মেডিকেল ডিসপোজেবলস বাবদ ২১ হাজার ৯১ টাকা, প্রসিডিউর চার্জ ১২ হাজার ৩ শত টাকা, এফ এন্ড বি রিকুয়েস্ট ৩ শত ৬০ টাকা, সাটারস চার্জ ১ শত ৭৫ টাকা, ইন্ট্রুমেন্ট চার্জ ২৫ টাকা, ল্যাব আইটেম বাবদ ২১ টাকা, অন্যান্য ২ শত ২০ টাকা এবং ভ্যাট বাবদ ৫৪ টাকা।
এর আগে গত ২৫ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ২৬ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তখন স্কয়ার হাসপাতাল ২২ ঘণ্টার চিকিৎসা বাবদ এক লাখ ৮৬ হাজার টাকা বিল দাবি করেছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। পরে ২৯ জুলাই গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টির ব্যাখ্যা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ব্যাখ্যা কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি।