আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। এতে আহত হয়েছেন আরো ২৭ জন। আজ বুধবার হেরাত ও কান্দাহারকে সংযোগকারী মহাসড়কের ফারাহ প্রদেশ অংশের আব খোরমায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় এক কর্মকর্তা। প্রদেশটির কর্মকর্তারা জানান, মহাসড়ক ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে বাসের চাকার সংঘর্ষে বোমাটি বিস্ফোরিত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই জানান, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। প্রাদেশিক পুলিশের মুখপাত্র মহিবুল্লাহ মোহিব বলেন, ‘আফগানিস্তান ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল।’ এই বিস্ফোরণের জন্য সরকার তালেবানকে দায়ী করলেও তাৎক্ষণিকভাবে এই জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরকারি ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোর লড়াইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩ হাজার ৮১২ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।