বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অভাব-অনটনে বানবাসী মানুষ

0
0

বিপদসীমার উপরে ও নিচে থাকা দেশের নদ-নদীসমূহের পানি হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে।প্রধান নদ-নদীর উজানের অববাহিকায় উত্তর-পূর্ব ভারতে এবং এর সংলগ্ন বাংলাদেশের অংশে অন্তত এ সপ্তাহে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। গতকাল রোববারসহ গত ৫ দিনে নদ-নদী অঞ্চলে হালকা বর্ষণ ছাড়া তেমন বৃষ্টিপাত হয়নি। উত্তরাঞ্চল,উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী এলাকা থেকে বানের পানি নেমে যাচ্ছে। এরফলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অন্যদিকে গত ১০ জুলাই থেকে এ যাবৎ ২৮টি জেলার গ্রাম-জনপদ, শহর-গঞ্জে সর্বনাশা এ বন্যা আর নদীভাঙনে সড়ক, রেলপথ, রাস্তাঘাট, বাঁধ, বসতঘর, হাট-বাজার, শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে। ফল-ফসল, ক্ষেত-খামারের ক্ষয়ক্ষতি অপূরণীয়। বন্যা কবলিত এলাকাগুলোতে বানের পানি হ্রাস পেতে থাকলেও এ মুহূর্তে খাবার, আশ্রয় তথা বিধ্বস্ত বসতঘর মেরামত, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ নানামুখী সঙ্কটে পড়ে লাখ লাখ বন্যার্ত মানুষ দিশেহারা। ত্রাণের আশায় প্রহর গুণছে, অথচ ত্রাণ সাহায্য যতটুকু মিলছে তা বন্যার্তদের অভাব-অনটনের তুলনায় খুবই নগণ্য। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গতকাল বিকেল পর্যন্ত ৯টি নদ-নদী ১৩টি পয়েন্টে বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছিল। এরমধ্যে মাত্র একটি স্থানে পানি কিছুটা বৃদ্ধির দিকে থাকলেও ১২টি পয়েন্টে পানি হ্রাস অব্যাহত রয়েছে। আগের দিন (শনিবার) ১১ নদ-নদী ১৮ পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে ছিল। গতকাল দেশের নদ-নদীসমূহের ৯৩টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৩০ পয়েন্টে পানি বৃদ্ধি ও ৬৩টিতে হ্রাস পায়। গত শনিবার ৩২টি পয়েন্টে পানি বৃদ্ধি ও ৫৯টিতে হ্রাস পায়। শুক্রবার ৩৬টিতে পানি বৃদ্ধি ও ৫৪ পয়েন্টে স্থানে হ্রাস পায়। গতকাল ২৪ ঘণ্টায় উজানে উত্তর-পূর্ব ভারতে এবং এর সংলগ্ন বাংলাদেশের নদ-নদী এলাকাগুলোতে বৃষ্টিপাত হয়নি। নদ-নদী প্রবাহের পূর্বাভাসে জানা গেছে, দেশের প্রধান সব নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন অংশে বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রধান নদীগুলোর বিপদসীমায় প্রবাহের গতকাল সর্বশেষ অবস্থানে জানা যায়, উত্তর জনপদের কুড়িগ্রামে ধরলা নদী এবং গাইবান্ধা জেলায় ঘাগট নদীর পানি অবশেষে বিপদসীমার নিচে নেমেছে। ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি হ্রাস অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের আরও হ্রাস পেয়ে চিলমারীতে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর রয়েছে। যমুনা নদের পানি এখন বিপদসীমার ওপর রয়েছে শুধু বাহাদুরাবাদ ও ফুলছড়ি স্টেশনে। বইছে ১৭ থেকে ২৫ সে.মি. ঊর্ধ্বে। মধ্যাঞ্চলে ধলেশ্বরী নদীর পানি আরও হ্রাস পেয়ে টাঙ্গাইলের এলাসিন ঘাটে বিপদসীমার ৩০ সে.মি. ঊর্ধ্বে, আত্রাই নদী বাঘাবাড়িতে ১৪ সে.মি. ওপরে এবং সিংরায় গুর নদীর পানি কিছুটা বেড়ে ১৬ সে.মি. ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে। ঢাকার চারপাশের নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচে রয়েছে এবং কোথাও হ্রাস কোথাও সামান্য বৃদ্ধির দিকে। গঙ্গা নদীর পানি কিছুটা বাড়তির দিকে। তবে বিপদসীমার অনেক নিচে রয়েছে। পদ্মার ভাটিতে গোয়ালন্দ ও সুরেশ্বরে বিপদসীমার ৩ সে.মি. ঊর্ধ্বে রয়েছে। সুরমা নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে। শুধু কানাইঘাটে বিপদসীমার ১৯ সে.মি. ওপর বইছে। কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তিনটি পয়েন্টে বিপদসীমার ২২, ২৭ ও ২৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিতাস নদীর পানি বি.বাড়ীয়ায় কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার ২১ সে.মি. ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে। জামালপুর: যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার বন্যা কবলিত এলাকার নি¤œ আয়ের মানুষ, দিনমজুর, রিক্সা চালক-ভ্যান চালক এবং সিএনজি ও ইজিবাইক চালকদের ঘরে ঘরে চলছে ত্রাণের জন্য হাহাকার। এবারের বন্যায় অপূরণীয় ক্ষতির শিকার গৃহহারা, সবজি চাষী ও মৎস চাষীরাও দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়াও এবছর বন্যায় পানিতে ডুবে অন্তত: ৪১ জন ও সাপের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। সর্বোপরি এবারের ভয়াবহ বন্যা জেলার বন্যার্ত দিনমজুর, গৃহহারা, স্বজনহারা ও পথচারীদের দুর্ভোগ আর কান্নায় পরিনত হয়েছে। জামালপুরের বন্যা কবলিত এলাকা ঘুরে জানা গেছে, ইসলামপুরের সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া, নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী, কাঠমা, চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া এবং বেলগাছা ইউনিয়নের শীলদহ ও মন্নিয়ারচর গ্রাম সমূহের অন্তত: ২ হাজার পরিবারের ঘরবাড়ী এবারের ভয়াবহ বন্যায় যমুনা গর্ভে বিলীন হয়েছে। ইসলামপুরের পশ্চিমাঞ্চলে ৬টি ইউনিয়নের অন্তত: ৫শ পরিবারের ঘরবাড়ী বন্যার তীব্র¯্রােতে সম্পুর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ৩ হাজার পরিবারের বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ইসলামপুরের পশ্চিমাঞ্চলে প্রায় সকল কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইসলামপুর-উলিয়া, ইসলামপুর-মাহমুদপুর, মলমগঞ্জ-গুঠাইল, মলমগঞ্জ-কুলকান্দি, উলিয়া-মাহমুদপুর, উলিয়া-পচাবহলা এলাকার পাকা সড়ক সমূহে অসংখ্য খানা খন্দক আর খাল-বিল ডোবার সৃষ্টি হয়েছে। ওইসব সড়কের খানা খন্দক আর খাল-বিল দিয়ে এখনো বন্যার পানি বইছে। একারণে ইসলামপুরের পশ্চিমাঞ্চলের অধিকাংশ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা-সানন্দাবাড়ী এবং মেলান্দহ উপজেলার মেলান্দহ-মাহমুদ ও মাহমুদপুর- গোপিন্দি সড়কের যোগাযোগ আজও সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। জেলার ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বন্যর্তরা নৌকা দেখলেই ত্রানের জন্য ছুটে চলছেন। ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান বলেন, এবারের বন্যার মত ভয়াবহ বন্যা আমার ৬০ বছরের জীবনে আর কখনো দেখেনি। এবারের ভয়াবহ বন্যার তীব্র ¯্রােতে আমাদের সহোদর তিন ভাইয়ের বসতভিটার ৬টি আধা পাকা ঘরসহ আমাদের গ্রামের অন্তত: ৫০টি পরিবারের বসতভিটা সম্পুর্ণ বিধ্বস্ত হয়েছে এবং সকল রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এবারের ভয়াবহ বন্যার অপূরণীয় ক্ষয়ক্ষতি থেকে মানুষকে বাঁচাতে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের বসতভিটা পূণ:সংস্কারের জন্য তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ইসলামপুরের নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, এবারের ভয়াবহ বন্যায় যমুনা তীরবর্র্তী নোয়ারপাড়া ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ আজও পানিবন্দি রয়েছে। বন্যার তীব্র ¯্রােতে নোয়ারপাড়া ইউনিয়নের দুই শতাধিক বাড়ীঘর সম্পুর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বন্যার পানির ¯্রােতে তার ইউনিয়নের সকল সড়ক ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ সকল সড়কের যোগাযোগ আজও বিছিন্ন রয়েছে। বন্যার্তদের সাহায্যে সরকারীভাবে বরাদ্দকৃত মাত্র ৩০ মেট্রিক টন চাল তিন দফায় বিতরণ করা হয়েছে যাহা চাহিদার তুলনায় অপ্রতুল। বন্যা দুর্গত দিনমজুর ও নি¤œ আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যের তীব্র সংকট চলছে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত তথ্যে জানাগেছে, ইসলামপুরের মোট জনসংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জনের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৮০০ জনই এবারের বন্যায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার তীব্র ¯্রােতে ইসলামপুরের ৩৩৫টি পরিবারের বাড়ীঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ হাজার ৫৫০টি পরিবারের বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ইসলামপুরের ৩৫ কিলোমিটার কাঁচা সড়ক ও ৪ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০৫ কিলোমিটার কাঁচা সড়ক ও ১৭০ কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইসলামপুরের ২৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৩৫টি ধর্মীয় প্রতিষ্ঠান, ২৬ হাজার ৯১০টি ল্যাট্রিন, ৪হাজার ৭৬১টি নলকুপ, ৫৫টি ব্রীজ, ৮০টি কালভার্ট, ২২ হাজার ৭১০টি গবাদি পশু এবং ১ হাজর ৫৭০টি পুকুর ও ৬ হাজার ২০৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এবারের বন্যায় কৃষির উপর বেশি প্রভাব পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজার ৭৮৮ হেক্টর জমির ফসল। এবারের বন্যায় ২ হাজার ২৮৮ হেক্টর জমির রোপা আমন, ৪ হাজার ২৪ হেক্টর জমির আউসের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৫ হাজার ৯৪০ হেক্টর পাট, ৪ হাজার ২৬১ হেক্টর সবজি, ১৪৩ হেক্টর মরিচ, ৯৭ হেক্টর কলা ও ৩৫ হেক্টর জমির ভুট্টা বন্যার পানিতে ডুবে নষ্ট গেছে। জামালপুরে কৃষিতে যা ক্ষতি হয়েছে টাকার অঙ্কে দাঁড়ায় অন্তত: ২১৮ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। তিনি আরো জানান, জামালপুরে বীজের চাহিদা প্রায় ১৭শ মেট্রিক টন। তন্মধ্যে স্থানীয় বিএডিসি থেকে ১৬৯ মেট্রিক টন, বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে ৮০ মেট্রিক টন এবং স্থানীয় কৃষকদের নিকট থেকে ১ হাজার ৯৬ মেট্রিক টন বীজ সংগ্রহ করা হবে। এছাড়াও অবশিষ্ট বীজ সংগ্রহ করা হবে যেসব জেলায় বন্যা হয়নি সেখান থেকে। জামালপুর জেলা ত্রাণ ও পূণ:বার্সন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, এবারের বন্যায় জেলার ৭টি উপজেলার ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের মধ্যে ৭টি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। এসব বন্যা কবলিত এলাকার ২ লাখ ৭৮ হাজার ৭৩৫টি পরিবারের প্রায় ১২ লাখ ৮৩ হাজার ৭৯০ জন মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারের বন্যায় সারা জেলার ক্ষতিগ্রস্ত ৮৩৯টি গ্রামের মধ্যে ৭হাজার ২৫০টি ঘরবাড়ি সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪৫হাজার ৫৮০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় ১৬ হাজার ২৫২টি নলকুপ এবং ৬৯ হাজার ৫৭৯টি ল্যট্রিন সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও জেলার ১ হাজার ৮৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠান, ৬৯ হাজার ৫৮৯টি ল্যাট্রিন, ১৬ হাজার ২৫২টি নলকুপ, ৩২টি ব্রীজ-কালভার্ট এবং ২৫ হাজার ৮৪৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় জেলার ৬০টি আশ্রয় কেন্দ্রে ৪২ হাজার ৭৩০ জন আশ্রয় নিয়েছেন এবং সারা জেলায় ৮০টি মেডিকেল টিম কাজ করছেন। এদিকে এবারের ভয়াবহ বন্যার কারণে জামালপুর জেলার সকল বাজারে কাঁচা মরিচ ও সবজির দাম এখন আকাশচুম্বি। কাঁচামরিচ প্রতি কেজি এখন ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও করলা ১২০ টাকা কেজি, ঢেঁড়স ১০০ টাকা, পটল ৬০ টাকা, ঝিংগা ৮০ টাকা, দেশি কাঁকরোল ৬০ টাকা, দেশী কচুু ৪০ টাকা, বরবটি ৬০ টাকা এবং বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জামালপুরের ভয়াবহ বন্যা মোকাবেলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু অসিম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি,তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ সরকারের উচ্চ পর্যায়ের বহু কর্মকর্তাগন জামালপুরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে হাজার হাজার বন্যার্তকে ত্রান সহযোগীতা করেছেন এবং জেলা প্রশাসন থেকেও পর্যাপ্ত ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। জামালপুরে বন্যার্তদের সাহায্যে আরো ছুটে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. শাহজাহান কবির, সহ-সভাপতি এজেডএম জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো, ওয়ারেছ আলী মামুন, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী মোস্তফা আল মাহমুদ, রেডক্রিসেন্ট, ইসলামিক রিলিফ ইন্টারন্যাশনাল, যমুনা ব্যাংক, এফবিসিসিআই, উদীচী শিল্পী গোষ্ঠি, মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমারা, চীনের নাগরিক ব্যবসায়ী লিলি পেং, ঢাকার ব্যবসায়ী আইন উদ্দিন কামালসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সামাজিক সাংস্কৃতি প্রতিষ্ঠানের উদ্যোক্তাগন। আবার দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অসংখ্য দানশীলরাও ব্যাক্তিগত উদ্যোগে জামালপুরে ছুটে এসে বন্যার্তদের ত্রান সহযোগীতা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here