বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

0
112

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বৃক্ষরোপন ও পরিবেশ দিবস রবিবার উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও বৃক্ষরোপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। এর আগে গাজীপুরের সালনাস্থিত এ বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে একটি র‌্যালী বের হয়ে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া। তিনি বিশ^বিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপনের মাধ্যমে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু, বৃক্ষ পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করে, পরিবারের সচ্ছলতা আনে, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। তাই আমাদের সবাইকে বৃক্ষরোপন এবং বৃক্ষের পরিচর্যা ও যতœ নিতে হবে।

অনুষ্ঠাণে বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here