বাহরাইনে ইমাম হত্যার ঘটনায় বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বাহরাইনে আলোচিত ইমাম হত্যার ঘটনার এক বছর পর দেশটির আইন অনুযায়ী বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। ওই ইমামের নাম আব্দুলজলিল হুমুদ আল-জিয়াদি। বিন সিদ্দাহ মসজিদের ওই ইমামকে গত বছরের আগস্টে হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়। আজ শনিবার সকালে মুয়াজ্জিন কামালের এ রায় কার্যকর করা হয়। রায় কার্যকরের এক দিন আগে তার সাথে সাক্ষাৎ করেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও তথ্য ও জনকল্যাণ কাজের প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here