এসআইয়ের সর্বস্ব লুট, চার ছিনতাইকারী গ্রেপ্তার

0
0

প্রাইভেটকারে যাত্রী তুলে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম। এ সময় ছিনতাই হওয়া এক এসআইয়ের পুলিশের পোশাক, টিভি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

তিনি জানান, গতকাল ২৬ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বজলু আলমগীর, মো. মাসুম বিল্লাহ,মো. মুক্তার হোসেন ও আলী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৪-৪৫৮৫), একটি চাকু, লাঠি ও রড উদ্ধার করা হয়। এছাড়াও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত একটি টেলিভিশন, একটি মোবাইল ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়।

ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘কেএম নূর-ই-আলম নামে পুলিশের এক এসআই গত ১৭ জুলাই একটি এলজি এলইডি টিভি, একটি সিম্ফনি মোবাইল, দুই সেট পুলিশ ইউনিফর্ম ও অন্যান্য পোশাকসহ নগদ তিন হাজার টাকা নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনার উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত ১টার দিকে তিনি মহাখালী আমতলী ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ছিলেন গাড়ির জন্য। এ সময় একটি সিলভার কালারের প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১৪-৪৫৮৫ তার সামনে এসে দাঁড়ায়।

গাড়িটি নেত্রকোনা পর্যন্ত যাবে বলে ড্রাইভার এসআই কেএম নূর-ই-আলমকে জানালে জনপ্রতি ৩০০ টাকা ভাড়া ঠিক হয়। এরপর নূর-ই-আলম গাড়িতে ওঠা মাত্রই প্রাইভেট কারের পিছনের দুইপাশের দরজা দিয়ে দুইজন বসে এবং মাঝখানে তাকে বসিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে।

ডিবির এই কর্মকর্তা আরো জানান, পরবর্তী সময়ে তার শরীর তল্লাশি করে মানিব্যাগ নিয়ে নেয়। মানিব্যাগে থাকা এটিএম কার্ড দিয়ে তারা বুথের ভেতর টাকা তুলতে গেলে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় এসআই নূর-ই-আলমকে এলোপাতাড়ি মারতে থাকে। কিছু সময় গাড়ি নিয়ে ঘোরাঘুরির পরে এসআই নূর-ই-আলমের সঙ্গে থাকা সমস্ত মালামাল ও টাকা রেখে দিয়ে তাকে হাত-পা বাঁধা অবস্থায় প্রাইভেট কার থেকে রাস্তার পাশে ফেলে দেয়। এ অবস্থায় ছিনতাইকারীদের উপর্যুপরি চোখে মুখে কিলঘুষি মারায় এসআই নূর-ই-আলমের বাম চোখ রক্তাক্ত জখম হয়। এই ঘটনায় বনানী থানায় গতকাল ২৬ জুলাই একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা-পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিম রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছিনতাইকরী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here